ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

মেসির জন্যই ব্যালন ডি’অর: নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
মেসির জন্যই ব্যালন ডি’অর: নেইমার ছবি : সংগৃহীত

ঢাকা: ২০১৫ সালের বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার ‘ব্যালন ডি’অর’ লিওনেল মেসির জন্যই বরাদ্দ। এমনটি জানিয়েছেন আর্জেন্টাইন তারকার বার্সেলোনা ক্লাব সতীর্থ নেইমার।



এমনিতেই এবারের বর্ষসেরা পুরস্কারের তালিকায় আর্জেন্টাইন অধিনায়কই এগিয়ে রয়েছেন। কারণ গত মৌসুমে কাতালানদের ট্রেবল জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন এ স্ট্রাইকার। পাশাপাশি জাতীয় দলকে ওঠান কোপা আমেরিকার ফাইনালে।

ব্যালন ডি’অরের ২৩ সদস্যের প্রাথমিক তালিকায় ব্রাজিল তারকা নেইমারও আছেন। সেই সঙ্গে ভক্তদের আশা ডিসেম্বরে তালিকার সেরা তিনেও থাকবেন এই তরুণ স্ট্রাইকার। তবে বতর্মান ব্যালন ডি’অরের মালিক রোনালদোর বর্ষসেরা হওয়াটা অনিশ্চিত বলে মনে করছেন নেইমার।

নেইমার বলেন, ‘এই পুরস্কারের জন্য লিওই এগিয়ে রয়েছে। এ বছর ব্যালন ডি’অর তার জন্যই বরাদ্দ। সেরা এই ফুটবলারের নাম ইতোমধ্যে এসেছে। আমি মনে করি লিওই এটির যোগ্য। ’

তিনি আরো বলেন, ‘আমি মেসির সঙ্গে খেলতে পছন্দ করি। ফুটবল খেলায় আমি তাকে আদর্শ মানি। আমি যদি মেসির কাছ থেকে আরো শিখি তবে একদিন আমিও এই পুরস্কারটি জিততে পারবো। অবশ্যই আমি সেরা তিনে থাকতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।