ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ব্লাটার ‘অসাধু’ আর প্লাতিনি ‘মিথ্যুক’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
ব্লাটার ‘অসাধু’ আর প্লাতিনি ‘মিথ্যুক’ ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার দুর্নীতি নিয়ে আরেকবার মুখ খুললেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। ফুটবলের জীবন্ত এ কিংবদন্তি ফিফার সভাপতি সেপ ব্লাটারকে ‘অসাধু ব্যক্তি’ আর উয়েফার সভাপতি মিশেল প্লাতিনিকে ‘মিথ্যাবাদী’ বলে উল্লেখ করেছেন।



সংবাদ কর্মীদের ফিফা প্রসঙ্গে বলতে গিয়ে ম্যারাডোনা বলেন, আরও কিছু ফিফার কর্মকর্তাকে জেলে ঢোকানো প্রয়োজন। ফিফার মতো বড় প্রতিষ্ঠানে পদ দেওয়ার জন্য আমি এখনও জর্ডানের প্রিন্স নাসের আল হুসেইনকে সমর্থন করছি। আমি আগেও বলেছি এখনও বলছি ফিফা সভাপতি ব্লাটার দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত। তিনি একজন ‘অসাধু ব্যক্তি’।

এদিকে মিশেল প্লাতিনি প্রসঙ্গে বলতে গিয়ে ম্যারাডোনা বলেন, উয়েফা সভাপতি প্লাতিনি একজন মিথ্যুক। দুর্নীতিগ্রস্থ ব্লাটারের পাশে থেকে থেকে তিনিও দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন। আমি যতদূর মনে করতে পারি প্লাতিনি বলেছিলেন, নাসের আল হুসেইন প্রেসিডেন্ট পদে দাঁড়ালে তাকে ভোট দেবেন, সমর্থন করবেন। আসলে প্লাতিনি মিথ্যা কথা বলেছেন। তিনি মিথ্যাবাদী।

সম্প্রতি জুরিখে ফিফা একজিকিউটিভ কমিটির বৈঠকের পর আর্থিক দুর্নীতি, তহবিল হের-ফের এবং ধান্দাবাজির অভিযোগে ব্লাটারকে জিজ্ঞাসাবাদ করে সুইস পুলিশ। ব্লাটারের পাশাপাশি সাবেক ফরাসি ফুটবল তারকা মিশেল প্লাতিনিকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ১৯৯৮ সালে ফিফা সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা রকম দুর্নীতির অভিযোগে বারবার অভিযুক্ত হন ব্লাটার। তার সঙ্গে জড়িয়েছে মিশেল প্লাতিনির নামও।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ০১ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।