ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

নিয়মিতই হবে শেখ কামাল টুর্নামেন্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
নিয়মিতই হবে শেখ কামাল টুর্নামেন্ট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০ অক্টোবর থেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে পাক্ষিক ক্রীড়ালোক আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট-২০১৫’র মত বিনিময় সভায় বক্তারা একথা বলেন।



৫টি দেশের জনপ্রিয় মোট ৮ টি ক্লাবের অংশগ্রহণে এবছর থেকে নিয়মিতই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানালেন টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক, তরফদার মোহাম্মদ রুহুল আমিন।

টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দল হলো: বাংলাদেশের ঢাকা আবাহনী, মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড। ভারতের-ইস্ট বেঙ্গল ও মোহামেডান; শ্রীলঙ্কার-সলিড এফসি; ভুটানের-থিম্পু এফসি ও আফগানিস্তানের-কাবুল শাহিন ক্লাব। টুর্নামেন্টে অংশ নেয়ার কথা ছিল ১২ দলের।

টুর্নামেন্টে অংশ নিতে বিদেশি দলগুলে ঢাকা আসবে ১৮ অক্টোবর।

শেখ কামালের মতো একজন দক্ষ ক্রীড়া সংঠকের নাম বিশ্বব্যাপি পরিচিত করতে, বাংলাদেশের ফুটবলকে আরও জনপ্রিয় এবং মাঠে দর্শক ফেরানোর লক্ষ্যেই এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলেও মত দেন তরফদার মোহাম্মদ রুহুল।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ০১ অক্টোবর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।