ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল-বাংলাদেশের অবনতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল-বাংলাদেশের অবনতি ছবি: সংগৃহীত

ঢাকা: সর্বশেষ প্রকাশিত ফিফা ৠাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে কোপা আমেরিকা আর বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা। লিওনেল মেসিরা এক নম্বর জায়গাটি ধরে রাখলেও পিছিয়েছে কার্লোস দুঙ্গা-নেইমারদের ব্রাজিল।

দুইধাপ পিছিয়ে গেছে সেলেকাওরা।

সর্বশেষ ফিফা প্রকাশিত ৠাংকিংয়ে আর্জেন্টাইনদের অর্জন ১৪১৯ পয়েন্ট। গত তালিকা থেকে অবস্থানের কোনো পরিবর্তন না হলেও রেটিং পয়েন্টে পিছিয়েছে মেসিবাহিনী। তাদের আগের রেটিং পয়েন্ট ছিল ১৪৪২।

একধাপ এগিয়ে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি দুই নম্বরে জায়গা করে নিয়েছে। জোয়াকিম লো’র শিষ্যরা অর্জন করেছে ১৪০১ পয়েন্ট। জার্মানদের জায়গা ছেড়ে দিতে তিন নম্বরে নেমে গেছে বেলজিয়াম। এডেন হ্যাজার্ড-ভিনসেন্ট কোম্পানির দলটির অর্জিত পয়েন্ট ১৩৮৭।

রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল দুইধাপ এগিয়ে শীর্ষ চারে অবস্থান করে নিয়েছে। পর্তুগিজদের বর্তমান পয়েন্ট ১২৩৫। পঞ্চম স্থানে রয়েছে রোনালদোর ক্লাব সতীর্থ জেমস রদ্রিগেজ আর তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের কলম্বিয়া। তাদের পয়েন্ট ১২২৮।

প্রকাশিত সর্বশেষ এ তালিকায় ৫ ধাপ এগিয়েছে স্পেন। ১২২৩ পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে স্প্যানিশরা। তাদের ঠিক পরের অবস্থানে রয়েছে কোপা আমেরিকা আর স্বাগতিক হিসেবে বিশ্বকাপে ব্যর্থ হওয়া ব্রাজিল। দুইধাপ নেমে নেইমারবাহিনীর অর্জন ১২০৪ পয়েন্ট।

শীর্ষ আটে রয়েছে ওয়েলস তারকা গ্যারেথ বেলের দলটি। ১১৯৫ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থান ধরে রাখতে ওয়েলস এগিয়েছে একধাপ। তাদের জায়গা ছেড়ে দিতে হয়েছে একধাপ অবনমন হওয়া চিলির। কোপা আমেরিকার ৪৪তম আসরের চ্যাম্পিয়ন চিলি ১১৭৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে নয় নম্বরে। শীর্ষ দশে থাকতে কোনো পরিবর্তন হয়নি ওয়েইন রুনির ইংল্যান্ডের। ইংলিশদের অর্জন ১১৬১ পয়েন্ট।

এদিকে চরম অবনতি ঘটেছে বাংলাদেশের। রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজিত মামুনুল ইসলামের দলটির অর্জন মাত্র ৭৭ পয়েন্ট। ৯ ধাপ পিছিয়ে বাংলাদেশ রয়েছে ১৮২তম স্থানে। পূর্বে লাল-সবুজদের পয়েন্ট ছিল ৯৫।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ০১ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।