ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ইরানের নারী দলের আটজন পুরুষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
ইরানের নারী দলের আটজন পুরুষ ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের নারী ফুটবল দলে আটজন পুরুষ ফুটবলার থাকার অভিযোগ উঠেছে। দেশটির নারী ফুটবল দলে পুরুষ থাকার অভিযোগ এবারই প্রথম নয়, এর আগে ২০১৪ সালে এমন অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছিল।

তারও আগে ২০১০ সালে দলটির গোলরক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে। এছাড়া গত বছর চারজনের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল।

ইরান ফুটবলের সঙ্গে জড়িত মোজতাবি শরিফি জানিয়েছেন, দেশের নারী ফুটবল দলে আটজন রয়েছেন যারা পুরুষ। তাদের বিরুদ্ধে আগেও অভিযোগ আনা হয়েছিল। কিন্তু, এখনও লিঙ্গ অস্ত্রোপচার না করে তারা দলটিতে খেলে যাচ্ছেন। এর আগে তাদের জানানো হয়েছিল, অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের নিয়ম মেনে দ্রুত পদক্ষেপ নিতে।

নতুন করে ইরানের নারী দলের এ সদস্যেদের লিঙ্গ পরীক্ষার আদেশ দেওয়া হয়েছে। আর আদেশটি দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ।

২০১৪ সালে দেশটির ফুটবল গভর্নিং বডি এক বৈঠকে বসে সিদ্ধান্ত দিয়েছিল, যাদের বিরুদ্ধে পুরুষ খেলোয়াড়ের অভিযোগ উঠেছে, তারা দলে থাকতে চাইলে লিঙ্গ অস্ত্রোপচারের নিয়ম মেনে লিঙ্গ পরিবর্তন করতে পারবেন।

১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী (মৃত) নিজ ক্ষমতাবলে লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারকে ফতোয়ার মাধ্যমে বিধিসম্মত করেন। তবে, ইরানে এ ধরনের কোনো অস্ত্রোপচারকে মৌখিকভাবে মেনে নেওয়া হয়না। সেখানে ফুটবলে নারীদের অংশগ্রহণের জন্যও রয়েছে বিশেষ ড্রেসকোড।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।