ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

জয় দিয়েই মিশন শুরু বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
জয় দিয়েই মিশন শুরু বাংলাদেশের ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া অঞ্চলের চার জাতির ফুটবল দলের অংশগ্রহণে শুক্রবার (০২ অক্টোবর) থেকে মাঠে গড়িয়েছে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ২০১৬’র বাছাই পর্বের খেলা। দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হয় শ্রীলঙ্কার।

জয় দিয়েই মিশন শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধে মান্নাফ রাব্বি আর দলপতি মাশুক মিয়া জনির গোলে ২-০ তে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। ফলে, পূর্ণ তিন পয়েন্ট নিয়েই এগিয়ে গেল সাইফুল বারি টিটুর শিষ্যরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৬টায়।

ম্যাচের প্রথম থেকেই লঙ্কানদের ডি-বক্সে আক্রমণ চালানোর চেষ্টা করে স্বাগতিকরা। মাঝমাঠের খেলাতেও বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকার চেষ্টা করেন সাইফুল বারি টিটুর শিষ্যরা। ম্যাচের প্রথম ২০ মিনিটে নিজেদের ঘর গুছিয়ে খেলতে থাকেন রোহিত-মাশুক-ইব্রাহিম-রাব্বিরা।

২২ মিনিটে লঙ্কান এক স্ট্রাইকার টপ-ডি’র বাইরে থেকে জোরালো শট নেন। তবে, বাংলাদেশের গোলবারের অনেকটা বাইরে দিয়ে বল বেরিয়ে যায়। ফিরতি আক্রমণে গেলেও লঙ্কান ডি-বক্সে বল নিয়ন্ত্রণে রাখতে পারেনি স্বাগতিকদের ফরোয়ার্ডরা।

ম্যাচের ৩৬ মিনিটে সাদের একক প্রচেষ্টা লক্ষ্য করা যায়। তবে, লঙ্কান ডিফেন্স চিড়ে গোলবারে শট নিতে পারেননি। কর্ণারের বিনিময়ে বল ক্লিয়ার করে শ্রীলঙ্কা। দুই মিনিট পরে লঙ্কানরা আক্রমণে যায়। তবে, প্রস্তুত ছিলেন স্বাগতিক গোলরক্ষক আনিসুর রহমান। ম্যাচের ৪০ মিনিটে বামপ্রান্ত দিয়ে শট নেন রাব্বি। তবে, তার কোনাকুনি নেওয়া শটটি লঙ্কান গোলরক্ষকের নিয়ন্ত্রণে নিতে কোনো সমস্যা হয়নি।

প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের গতি কিছুটা কমে আসে। বাংলাদেশের দলপতি মাশুক মিয়া জনি ম্যাচের ৪৫ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের কিছুটা বাইরে থেকে জোরালো শট নেন। তবে, সেটি গোলবারের উপর দিয়ে বাইরে চলে যায়।

গোলশূন্য অবস্থায় থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ম্যাচের ৪৮ মিনিটে সুযোগ হাতছাড়া হওয়ায় লঙ্কান কোচ সুমিথ ওয়ালপোলাকের শিষ্যরা সে যাত্রায় বেঁচে যায়।

ম্যাচের ৫৫ মিনিটে মান্নাফ রাব্বির আরেকটি আক্রমণ লক্ষ্য করা যায়। উড়ন্ত বলে হেড করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে, কাঙ্ক্ষিত গোলের দেখা পাওয়া হয়নি টিটুর শিষ্যদের।

ম্যাচের ৬৬ মিনিটে সেট পিস থেকে গোলের সুযোগ পায় বাংলাদেশ। এবারে আর সুযোগের হাতছাড়া হয়নি। স্বাগতিকদের প্রথমবার এগিয়ে নেন রাব্বি। লঙ্কানদের ডি-বক্সের বামপ্রান্ত থেকে ফ্রি-কিক নেওয়া বলটি জটলার মধ্যে পড়লে সেখানে হেড করেন বাংলাদেশের ফরোয়ার্ড। বাধা পেয়ে বল ফিরতি বলে আবারো শট নেয় স্বাগতিকরা। তবে, দ্বিতীয় প্রচেষ্টাতেও গোল না হলে ফাঁকায় দাঁড়ানো রাব্বি শট নেন। শ্রীলঙ্কার গোলবার কাঁপিয়ে লিড নেয় বাংলাদেশ।

রাব্বির গোলে এগিয়ে যাওয়ার টিটুর শিষ্যরা নিজেদের আরও গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। ৭২ মিনিটে কর্ণার কিক থেকে বল পান স্বাগতিক দলপতি মাশুক। তবে, তার নেওয়া শটটি লঙ্কান গোলরক্ষক রাশিক গ্লাভসবন্দি করেন।

ম্যাচের ৭৯ মিনিটে আরেকবার এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। ইব্রাহিমের বাড়ানো বলে স্বাগতিকদের কেউ পাঁ ছোয়ালেই গোল পেতে পারত বাংলাদেশ। দুই মিনিট পর নিপুর দারুণ পারফর্ম দেখা যায়। অনেকটা একক প্রচেষ্টায় বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে প্রবেশ করলেও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান।

ম্যাচের ৮২ মিনিটে পেনাল্টি লাভ করে স্বাগতিকরা। শ্রীলঙ্কার ডি-বক্সে জটলার মধ্যে অতিথিদের এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর তা থেকে গোল আদায় করে নেন বাংলাদেশের অধিনায়ক মাশুক জনি। ফলে, স্বাগতিকরা ২-০ গোলে এগিয়ে যায়।

ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। ফলে, নির্ধারিত সময় শেষে রাব্বি আর মাশুকের গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘন্টা, ০২ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।