ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

জয়রথ ছুটছেই সানিয়াদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
জয়রথ ছুটছেই সানিয়াদের ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় টেনিসের বড় বিজ্ঞাপন সানিয়া মির্জা আর সুইস টেনিসের তারকা মার্টিনা হিঙ্গিস জুটির স্বপ্নের দৌড় অব্যাহত রয়েছে। ডব্লুটিএ টুর্নামেন্ট উহান ওপেনের ফাইনাল জিতে আরেকটি শিরোপার স্বাদ নিয়েছেন এ ইন্দো-সুইস জুটি।



শনিবার (০৩ অক্টোবর) উহান ওপেন জিততে বিশ্বের এক নম্বর মহিলা ডাবলস জুটি ফাইনালে রোমানিয়ান জুটি ইরিনা বেগু এবংমোনিকা নিগুলেসকুকে হারান। সরাসরি সেটে জয় তুলে নিতে সানিয়ারা ৬-২, ৬-৩ গেমে হারান বেগু-নিগুলেসকু জুটিকে।

এখন পর্যন্ত সানিয়া-হিঙ্গিস জুটি ম্যাচ খেলেছেন ৪৯টি, যার ৪২টিতেই জয় পেয়েছেন। হেরেছেন বাকি ৭টি ম্যাচে।

চলতি মৌসুমের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেন খেতাব জেতা সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস গত সপ্তাহে গুয়াংঝৌ ওপেন জিতেছেন। দুরন্ত ফর্মে থাকা এ ইন্দো-সুইস জুটি উহান ওপেনের কোনো ম্যাচেই হারেননি। শুধু ম্যাচই নয়, অপরাজিত চ্যাম্পিয়ন এ জুটিকে কোনো সেটই হারতে হয়নি।

সানিয়া-হিঙ্গিস জুটি এ মৌসুমে ষষ্ঠবার শিরোপা জিতলেন। এর আগে ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি, চার্লসটন, উইম্বলডন, ইউএস ওপেন এবং গুয়াংঝৌ ওপেন জিতেছেন। তবে, ব্যক্তিগত ভাবে সানিয়া এ মৌসুমে সপ্তম খেতাব জিতেছেন। এর ছয়টিই হিঙ্গিসকে সঙ্গী করে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ০৩ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।