ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

মেসির ভাই গ্রেফতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
মেসির ভাই গ্রেফতার ছবি: সংগৃহীত

ঢাকা: অবৈধ অস্ত্র বহনের অভিযোগে আর্জেন্টিনার পুলিশ আটক করেছে বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসির ভাই ম্যাতিয়াস মেসিকে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম কাদেনা থ্রী নিউজ, ব্যাপারটি নিশ্চিত করে।



স্থানীয় পুলিশ রোসারিও সিটিতে ট্রাফিক জ্যামে আটকে থাকা ম্যাতিয়াসের গাড়ির কাগজ-পত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। পরে পুলিশ গাড়ি তল্লাশি করতে চাইলে মেসির ভাই বাধা দেন।

অবশেষে পুলিশ বাধা উপেক্ষা করে গাড়ি তল্লাশি করে ও পয়েন্ট ২২-ক্যালিবার পিস্তল খুঁজে পায়, যা ম্যাতিয়াসের লাইসেন্সকৃত ছিল না। পরে তাকে স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

অবশ্য থানায় গিয়ে চার ঘণ্টা থাকার পর ছেড়ে দেওয়া হয় আর্জেন্টাইন অধিনায়কের ভাইকে।

এর আগে ২০০৮ সালের অক্টোবরে আরো একবার পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন ম্যাতিয়াস। সেবার তার কোমরে একটি হ্যান্ডগান পাওয়া গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।