ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

তৃতীয় সেরা আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
তৃতীয় সেরা আগুয়েরো ছবি : সংগৃহীত

ঢাকা: ফুটবল বিশ্বে সেরা ফুটবলারদের তালিকায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পরেই সার্জিও আগুয়েরোর অবস্থান। এমনটি জানিয়েছেন, ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট দল ম্যানচেস্টার সিটির কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি।



ম্যানসিটির সর্বশেষ লিগ ম্যাচে আগুয়েরো ২০ মিনিটের মধ্যে একাই পাঁচটি গোল করেন। যার ফলে সেই ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ৬-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত হতে হয়।

গত মৌসুমের গোন্ডেন বুট জয়ী আর্জেন্টাইন তারকা আগুয়েরো এবারের মৌসুমে কিছুটা ধীর গতিতে শুরু করেছিলেন। তবে খুব দ্রুতই  নিজেকে ফিরে পাওয়া এই স্ট্রাইকার সম্পর্কে পেল্লেগ্রিনি জানান, আগুয়েরোর ওপরে শুধুমাত্র মেসি ও রোনালদোই রয়েছে।

এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘নিউক্যাসলের বিপক্ষে কুন (আগুয়েরো) ছিল দুর্দান্ত। আমি মনে করি সে সেরাদের তালিকাতেই রয়েছে। আমি আগেও বলেছি মেসি ও রোনালদোর পরে ২৭ বছরের এই তারকাই সেরা। ’

তিনি ‍আরো বলেন, ‘আমাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আগুয়েরো ছাড়াও পুরো দলকে ভালো খেলতে হবে। প্রতি ম্যাচেই আমাদের ভালো খেলতে হবে। আমরা প্রিমিয়ার লিগের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও শিরোপা জিততে চাই। ’

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৫
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।