ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

বরগুনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বরগুনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বের খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বরগুনা জেলা স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।


বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আমতলী কুকুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বামনা ডৌয়াতলা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তালতলী কাজীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বামনা ছোনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পরে বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
 
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক পিপিএম, পৌর মেয়র শাহাদাত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. মজিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রশিদ, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।