ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

বাবা কোচ হলেও ফিরবেন না অভিমানী নাসরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
বাবা কোচ হলেও ফিরবেন না অভিমানী নাসরি ছবি : সংগৃহীত

ঢাকা: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বারবার ফ্রান্স জাতীয় ফুটবল দল থেকে বাদ পড়েছেন ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট দল ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার সামির নাসরি। ফরাসিদের জার্সি গায়ে খেলতে পারছেন না বলে মোটেই হতাশ নন তিনি, বরং বেশ খুশি।



টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে দর্শক হয়ে কাটাতে হয় ফ্রেঞ্চ তারকা নাসরিকে। ব্রাজিল বিশ্বকাপের দলে উপেক্ষিত হয়ে দিদিয়ের দেশমের দলে জায়গা পাননি তিনি। ২০১০ বিশ্বকাপের দলে নাসরিকে দলে নেননি সে সময়ের কোচ রেমন্ড ডমেনেখ।

নাসরির ব্যক্তিগত আচরণে অসন্তুষ্ট কোচরা তাকে দলে না নিলেও তিনি বলেন, আমি সবসময় তাদের (কোচদের) পছন্দকে শ্রদ্ধা করেছি। তাদের দলে জায়গা না পেয়ে মোটেও বিস্মিত হইনি। তারা যদি মনে করেন আমার আচরণ খারাপ, তবে তা একান্তই তাদের ব্যক্তিগত অভিমত।

জাতীয় দলে খেলার আশা ছেড়ে দেওয়া ২৮ বছর বয়সী নাসরি বলেন, আমার বাবাও যদি বর্তমান ফ্রান্স দলের কোচ হয়ে থাকেন, তবুও আমি সেখানে খেলতে যাব না। আমি ইংল্যান্ডে ম্যানসিটির হয়ে খেলেই খুশি। ফরাসিদের দলে পুনরায় যেতে চাইনা। তারা আমাকে ভালো পারফর্মের পরও দলে রাখেনি, ফলে আমার ক্যারিয়ারটাই হুমকির মুখে পড়েছিল। বিশ্বকাপ দলে পরপর দুইবার আমাকে সুযোগ দেওয়া হয়নি। আমার ফুটবল ক্যারিয়ার ধ্বংসের দিকেই চলে যেত।

ফরাসিদের জার্সি গায়ে ৪১ ম্যাচ খেলা নাসরি আরও যোগ করেন, ২০১২ সালের পর আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমার বাবা আমাকে বলেছিল, আরেকটি বিশ্বকাপ খেলার সুযোগ নিতে। তাই আমি সিদ্ধান্ত পাল্টে আরও ভালো করার চেষ্টা করি। আমার দারুণ পারফর্মকে ফ্রান্সের কোচ বিবেচনায় নেননি। তারা আমাকে বিশ্বকাপের দলে সুযোগ দেননি। ‍

আর্সেনালের সাবেক তারকা বলেন, আমার নামে উল্টো বাজে অভিযোগ আনা হয়। ব্রাজিল বিশ্বকাপের দলে নিজের নাম দেখতে না পেয়ে আমি মোটেই অবাক হইনি। কারণ, যারা নির্বাচক ছিলেন, কোচ ছিলেন তারা নিজেদের অহংকার ধরে রাখতে গিয়ে আমাকে বাদ দিয়েছিল।

মাত্র ২৭ বছর বয়সে ২০১৪ সালের ০৯ আগস্ট হঠাৎ করেই জাতীয় দলের হয়ে আর খেলবেন না জানিয়ে নিজের অবসরের ঘোষণা জানিয়ে দেন নাসরি। সে বছরই ম্যানসিটি ফরাসি এ তারকার সঙ্গে ৫ বছরের চুক্তি নবায়ন করে।

তবে, চুক্তি শেষে ফরাসিদের লিগ ওয়ানের টুর্নামেন্টে খেলবেন কী না এমন প্রশ্ন করা হলে নাসরি জানান, লিগ ওয়ানের প্রতি আমার কোনো আগ্রহ নেই। ফ্রান্সের প্রতিও কোনো আগ্রহ পাইনা। আমি সেখানে ফিরে যেতে চাইনা। আমি ইংলিশ প্রিমিয়ার লিগকেই পছন্দ করি। আর বাকি জীবনটা ইংল্যান্ডের মাটিতেই কাটিয়ে দিতে চাই। তবে, ম্যানসিটির চুক্তি শেষ হয়ে গেলে আমি আমেরিকার মেজর লিগ সকারে অংশ নেব।

ক্লাব ক্যারিয়ারে নাসরি খেলেছেন ৪৪৯টি ম্যাচ। ম্যানসিটির হয়ে নেমেছেন ১৫৮ ম্যাচে। আর্সেনালের হয়ে খেলেছেন আরও ১২৫টি ম্যাচ। তারও আগে অলিম্পিক মার্শেইয়ের হয়ে খেলেছেন ১৬৬টি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ০৬ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।