ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ভারত গেল জাতীয় ক্যারম দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
ভারত গেল জাতীয় ক্যারম দল ছবি : সংগৃহীত

ঢাকা: ক্যারম আইসিএফ কাপ টুর্নামেন্ট-২০১৫ তে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয় ক্যারম দল ভারতে পৌঁছেছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ৮টায় দলটি বাংলাদেশ ত্যাগ করে।



বুধবার (০৭ অক্টোবর) হতে শুরু হবে টুর্নামেন্টটি। ১১ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে আসরের সমাপ্তি ঘটবে।

ওয়ার্ল্ড ৠাংকিংয়ে তৃতীয় অবস্থানে থেকে আসন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ দল।

বাংলাদেশ দলটিতে রয়েছে আটজন খেলোয়াড়। চারজন পুরুষ খেলোয়াড়ের পাশাপাশি রয়েছে চারজন নারী খেলোয়াড়। তারা হলেন, হাফিজুর রহমান, হেমায়েত মোল্লা, আলি রবিন, সালাহ উদ্দিন, আফসানা নাসরিন, সাবিনা আক্তার, ফারহানা নাসরিন এবং আইনুন নিশাত। দলের টিম ম্যানেজার হিসেবে রয়েছেন মোহাম্মদ রুহুল আমিন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ০৬ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।