ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

রেকর্ডধারী রোনালদো থেকে এগিয়ে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
রেকর্ডধারী রোনালদো থেকে এগিয়ে মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর এর তালিকায় সব থেকে এগিয়ে আছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও এ দুই বিশ্বসেরা স্ট্রাইকারের গত এক বছরের পারফরম্যান্সে আর্জেন্টাইন অধিনায়কেরই সাফল্য বেশি।

তবে ব্যক্তিগত পারফরম্যান্সে নিজেকে বেশ এগিয়ে রেখেছেন সিআর সেভেন।

ব্যালন ডি’অরের তালিকায় বর্তমানে প্রাথমিকভাবে ৫৯ জন ফুটবলারের নাম রয়েছে। যা চলতি বছরের ডিসেম্বরে সেরা তিন জনে গিয়ে ঠেকবে। আর ২০১৬ সালের জানুয়ারিতে প্রকাশ হবে কে হচ্ছেন বিশ্বসেরা।

এ তালিকায় মেসি ও রোনালদোর পাশাপাশি কিউপিআরের ম্যাসিমিও লুওঙ্গো, আর্সেনালের গোলরক্ষক ডেভিড ওসপিনা ও বার্নমাউথের স্ট্রাইকার ক্রিস্টিয়ান আতসু রয়েছেন। যাদের এই তালিকায় অন্তর্ভুক্তিকে অনেকে অযৌক্তিকতা বলে মনেকনের।

অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলে সম্প্রতি সময়ে দারুণ পারর্ফম দেখিয়েছেন লুওঙ্গো। এশিয়ান কাপে ক্যাঙ্গারুদের হয়ে মাঠ মাতিয়েছেন এ মিডফিল্ডার। ব্যালন ডি’অরের তালিকায় একমাত্র দ্বিতীয় বিভাগের ফুটবলার হিসেবে রয়েছে তার নাম। তবে তিনি নিজেকে পুরস্কারটির যোগ্য মনে করেন না।

এদিকে শনিবারের (১৮ অক্টোবর) ম্যাচে রিয়াল মাদ্রিদ লেভান্তেকে ৩-০ গোলে পরাজিত করেছে। যেখানে একটি গোল করে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতার (৩২৪) মালিক হয়েছেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। পাশাপাশি বার্সেলোনার হয়ে বিভিন্ন রেকর্ড গড়ে যাচ্ছেন মেসি।

গোল ডট কমকে দেওয়া এক সাক্ষাতকারে লুওঙ্গো বলেন, ‘আমি বিশ্বাস করি এটি রোনালদো ও মেসির মধ্যেকার যুদ্ধ। রোনালদো হয়তবা এই ট্রফিটি জিততে পারে। তবে আমি মনে করি অ্যাওয়ার্ডটির যোগ্য ফুটবলার মেসি। ’

তিনি আরো বলেন, ‘ আমি মনে করি সবাইকে পেছনে ফেলেছেন মেসি। ’ আর কার সঙ্গে খেলতে ইচ্ছে করে এমন প্রশ্নের জবাবে লুওঙ্গো বলেন, অবশ্যই মেসি। সে অসাধারণ ফুটবলার। ’

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।