ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

চীনে জোকোভিচের জয়জয়কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
চীনে জোকোভিচের জয়জয়কার ছবি: সংগৃহীত

ঢাকা: র‌্যাংকিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচের দাপট চলছেই। গত মাসেই রজার ফেদেরারকে হারিয়ে ইউএস ওপেন জেতেন এ ‍সার্বিয়ান টেনিস তারকা।

এবার একতরফাভাবেই জিতে নিলেন সাংহাই রোলেক্স মাস্টার্সের শিরোপা।

রোববার (১৮ অক্টোবর) চীনে অনুষ্ঠিত সাংহাই মাস্টার্সের ফাইনালে জোকোভিচের কাছে সরাসরি সেটে হার মানেন ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গা। ৭৮ মিনিটেই শিরোপা নির্ধারণী ম্যাচের নিষ্পত্তি ঘটে। এ নিয়ে ক্যারিয়ারের ২৫তম মাস্টার্স শিরোপা জিতলেন জোকোভিচ। এ তালিকায় সবার শীর্ষে থাকা ফেদেরারের পরেই এখন তার অবস্থান।

প্রথম সেটটি ৬-২ গেমে জিতে নেন জোকোভিচ। পরের সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বীতা হলেও শেষ পর্যন্ত ৬-৪ গেমের জয়ে জোকোভিচের শিরোপা নিশ্চিত হয়। আশ্চর্যজনক হলেও সত্যি যে, এ টুর্নামেন্টে একটি সেটেও হারেননি জোকোভিচ।

এর আগে সেমিফাইনাল ম্যাচে ইংলিশ টেনিস তারকা অ্যান্ডি মারেকে ৬-১, ৬-৩ গেমে উড়িয়ে দেন জোকোভিচ।

সব মিলিয়ে ২০১৫ সালে যেন জোকোভিচেরই জয়জয়কার। বছরের চারটি গ্র্যান্ডস্লামের মধ্যে তিনি তিনটির (অস্ট্রেলিয়ান, উইম্বলডন, ইউএস) শিরোপাই জেতেন। শুধুমাত্র ফ্রেঞ্চ ওপনের ফাইনালে সুইজারল্যান্ডের স্ট্যান ওয়ারিঙ্কার কাছে তার স্বপ্নভঙ্গ হয়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।