ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

সোসিয়েদাদের মাঠে অ্যাতলেতিকোর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
সোসিয়েদাদের মাঠে অ্যাতলেতিকোর জয় ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ লিগে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। মৌসুমের শুরু থেকেই ঘরের মাঠে সোসিয়েদাদের যেন দুর্দশা কাটছেই না।

পয়েন্ট টেবিলেও তলানিতে ডেভিড ময়েসের শিষ্যরা। অন্যদিকে, শীর্ষ চারে অবস্থান করছে অ্যাতলেতিকো।

মিউনিসিপাল স্টেডিয়ামে খেলা শুরুর ৯ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার কোকের পাসে অসাধারণ গোল করেন অ্যান্তোনি গ্রিজম্যান। মিডফিল্ড থেকে বিস্ফোরক গতিতে সোসিয়েদাদ ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ২৪ বছর বয়সী এ ফ্রেঞ্চ স্ট্রাইকার। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দিয়েগো সিমিওনের শিষ্যরা।

শেষদিকে দু’জনের লাল কার্ডে ৯ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও ফিনিশিং দুর্বলতায় স্বাগতিকদের ম্যাচে ফেরা হয়নি। ইনজুরি সময়ে বেলজিয়ান তরুণ মিডফিল্ডার ইয়ানিক ক্যারাস্কোর গোলে তাদের সমতায় ফেরার লক্ষ্যটাও ভেস্তে যায়। রেফারি শেষ বাঁশি বাজালে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন গাবি-কোকে-ফার্নান্দো তোরেসরা।

পয়েন্ট টেবিলে আট ম্যাচ শেষে পাঁচ জয়, এক ড্র ও দুই পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাতলেতিকো। সমান ম্যাচে মাত্র ছয় পয়েন্টে ১৬ নম্বরে সোসিয়েদাদ। পাঁচ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১৮ পয়েন্ট। সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে সেল্টা ভিগো ও বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।