ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ইন্টার-জুভেন্টাস ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
ইন্টার-জুভেন্টাস ম্যাচ ড্র ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান লিগের হাইভোল্টেজ ম্যাচটি নিরুত্তাপই থাকল। ইন্টার মিলান ও জুভেন্টাস দু’দলের কেউই গোলের দেখা পায়নি।

তাই পয়েন্ট ভাগাভাগিতেই ম্যাচের নিষ্পত্তি ঘটে। অপর ম্যাচে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারায় নাপোলি।

ঘরের মাঠে ইন্টারের সামনে ছিল শীর্ষে উঠার হাতছানি। অবশ্য, পয়েন্ট খোঁয়ালেও তিন নম্বরেই রয়েছে রবার্তো মানচিনির শিষ্যরা। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখনো শীর্ষ দশের বাইরে।

সান সিরো স্টেডিয়ামে খেলার শুরু থেকেই বল দখলের নিয়ন্ত্রণ নেয় ইন্টার। প্রথমার্ধজুড়েই জুভিদের রক্ষণভাগ ব্যস্ত রাখে ইকার্দি-জোভেটিকরা। কিন্তু দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। অন্যদিকে, আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও জালের ঠিকানা খুঁজে পাননি পগবা-মোরাতারা।

দু’দলের গোলরক্ষককেও কৃতিত্ব দিতে হবে। ইন্টারের স্যামির হ্যান্ডানোভিচ ও জুভিদের জিয়ানলুইজি বুফন দু’জনই বেশ কয়েকটি দর্শনীয় সেভ করেন।

পয়েন্ট টেবিলে আট ম্যাচ শেষে পাঁচ জয়, দুই ড্র ও এক পরাজয়ে ইন্টারের সংগ্রহ ১৭ পয়েন্ট। সমান ম্যাচে মাত্র আট পয়েন্টে ১৪ নম্বরে জুভেন্টাস। নাপোলির বিপক্ষে হারলেও ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ফিওরেন্তিনা। ইন্টারের সমান পয়েন্টে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে রোমা।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।