ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নিজের প্রশংসায় মাতলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
নিজের প্রশংসায় মাতলেন মরিনহো হোসে মরিনহো

ঢাকা: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও চলতি মৌসুমে চেলসির শুরুটা বেশ নড়বড়ে। গত মৌসুমে মাত্র তিন ম্যাচে হারলেও এবার ৯ ম্যাচের মধ্যে চারটিতেই ব্লুজদের হার।

এর জের ধরেই সম্প্রতি হোসে মরিনহোকে কোচের পদ থেকে অব্যাহতি দেওয়ারও একটা গুঞ্জন উঠেছিল।

তবে পর্তুগিজ কোচ নিজের প্রতি বিশ্বাস রাখছেন। স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ বলে কথা। তার মতে, চেলসির একজন ভালো কোচের পাশাপাশি খুবই ভালো মানের খেলোয়াড় রয়েছে।

গত শনিবার (১৭ অক্টোবর) অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ পর জয়ের ধারায় ফেরে চেলসি। অবশ্য, পয়েন্ট টেবিলে এখনো শীর্ষ দশের বাইরেই তাদের অবস্থান। তিনটি জয়ের বিপরীতে দুই ড্র ও চার পরাজয়ে ১১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ব্লুজরা।

বিবিসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে মরিনহো বলেন, ‘আমরা তিন বছর আগের খারাপ দলও নই, আবার বর্তমানে লিগের সেরা দলের কাতারেও পৌঁছাতে পারিনি। আমরা এমন একটা টিম যেখানে একজন ভালো কোচের পাশাপাশি বেশ কয়েকজন সেরা মানের খেলোয়াড় রয়েছে। কিন্তু, একটা জয়ই আমাদের পুনরায় প্রিমিয়ার লিগের সেরা দলে রুপান্তর করবে না। এর জন্য ধারাবাহিকতা বজায় রাখার বিকল্প নেই। ’

পরবর্তী ম্যাচের কথাও তুলে ধরেন মরিনহো, ‘আমি জানি, মঙ্গলবার ডাইনামো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ রয়েছে। এর পরেই শনিবারের লিগ ম্যাচে চমৎকার ফর্মে থাকা ওয়েস্ট হাম ইউনাইটেডের মুখোমুখি হবো। দুই ম্যাচেই আমি জয়ের ব্যাপারে আশাবাদী। ’

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।