ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা ছবি: সংগৃহীত

ঢাকা: বর্ষসেরা কোচ হিসেবে মনোনীত ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা, ফিফা। তালিকায় আছেন গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট বার্সেলোনা এবং জুভেন্টাসের কোচ।



লুইস এনরিক আর ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রির সঙ্গে রয়েছেন ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির কোচ হোসে মরিনহো।

সেরা ফুটবলারের পাশাপাশি বর্ষসেরা কোচের পদকের মনোনীত এ দশজনের তালিকা আরও ছোট হয়ে আসবে। আগামী বছরের ১১ জানুয়ারি জুরিখের জমকালো অনুষ্ঠানে জানা যাবে, কে হচ্ছেন বর্ষসেরা কোচ।

এবারের তালিকায় চিলির জাতীয় দলের কোচ জর্জ সাম্পাওলি জায়গা পেয়েছেন। কোপা আমেরিকার ৪৪তম আসরে দলকে জেতানো এ কোচ দেশটিকে পাইয়ে দিয়েছেন তাদের ফুটবল ইতিহাসের সেরা সাফল্য। তালিকায় রয়েছেন রিয়ালকে দশম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পাইয়ে দিয়ে পরের মৌসুমে ব্যর্থ হওয়া কার্লো আনচেলোত্তি। জায়গা হয়নি বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির কোচ জোয়াকিম লো’র।

তালিকায় মনোনীত কোচদের চূড়ান্ত করতে বিভিন্ন দলের কোচ, অধিনায়ক ও আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকদের ভোটের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী বলে বেছে নেওয়া হবে। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে এই ভোটিং প্রক্রিয়া।

তালিকায় রয়েছেন লুইস এনরিক (স্পেন/বার্সেলোনা), পেপ গার্দিওলা (স্পেন/বায়ার্ন মিউনিখ), জোসে মরিনহো (পর্তুগাল/চেলসি), ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রি (ইতালি/জুভেন্টাস), কার্লো আনচেলোত্তি (ইতালি/রিয়াল মাদ্রিদ), লরা ব্ল্যাঙ্ক (ফ্রান্স/প্যারিস সেইন্ট-জার্মেইন), উনাই ইমারি (স্পেন/সেভিয়া), জর্জ সাম্পাওলি (আর্জেন্টিনা/চিলি জাতীয় দল), দিয়াগো সিমিওনে (আর্জেন্টিনা/অ্যাতলেটিকো মাদ্রিদ), আর্সেন ওয়েঙ্গার (ফ্রান্স/আর্সেনাল)।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।