ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ডায়নামোর মাঠে চেলসির হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
ডায়নামোর মাঠে চেলসির হোঁচট ছবি : সংগৃহীত

ঢাকা: চেলসির হতাশার ঘোর যেন কাটছেই না। ইংলিশ লিগের পারফরম্যান্সের প্রভাবটা চ্যাম্পিয়নস লিগেও অব্যাহত রইলো।

গ্রুপ পর্বের ম্যাচে ইউক্রেনের ডায়নামো কিয়েভের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে হোসে মরিনহোর শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে বল দখলের লড়াইয়ে খানিকটা পিছিয়ে থাকলেও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় চেলসি। কিন্তু, স্বাগতিকদের ডিফেন্স দেয়াল ভাঙতে পারেননি উইলিয়ান-হ্যাজার্ড-ফ্যাব্রিগাস-দিয়েগো কস্তারা। তারপরও শিষ্যদের ওপর আস্থা রাখেন মরিনহো। পুরো ম্যাচে মাত্র একটি রদবদল করেন পর্তুগিজ কোচ। ৭৫ মিনিটে স্প্যানিশ তারকা সেস ফ্যাব্রিগাসের বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান অস্কার।

অন্যদিকে, স্বাগতিক হিসেবে চেলসির বিপক্ষে ভালোই প্রভাব বিস্তার করে ডায়নামো। বেশ কয়েকটি আক্রমণে ইংলিশ চ্যাম্পিয়নদের ডিফেন্স ব্যস্ত রাখে। তবে নির্ধারিত সময়ের আগে তারাও গোলের মুখ দেখেনি। তাই ম্যাচ শেষে দু’দলই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

আগামী ০৪ নভেম্বর (বুধবার) ফিরতি ম্যাচে ডায়নামোর মুখোমুখি হবে চেলসি। স্প্যামফোর্ড ব্রিজে বাংলাদেশ সময় দিবাগত ‍রাত পৌনে ২টায় ম্যাচটি শুরু হবে।

উল্লেখ্য, ‘জি’ গ্রুপের অপর ম্যাচে ইসরাইলি ক্লাব মাকাবি তেল আভিভকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পর্তুগিজ জায়ান্ট পোর্তো। তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক পরাজয়ে চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি। সমান ম্যাচে পাঁচ পয়েন্টে দুইয়ে ডায়নামো।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।