ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

রোমা-লেভারকুসেনের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
রোমা-লেভারকুসেনের গোল উৎসব ছবি : সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছে রোমা। একে নাটকীয় ম্যাচই বলা যায়।

১৯ মিনিটের মধ্যেই জার্মান ক্লাব লেভারকুসেন দুই গোলের লিড নেয়। তবে প্রথমার্ধ শেষের আগেই সমতায় ফেরে রোমা। পরে দ্বিতীয়ার্ধে আরো দুই গোলে ইতালিয়ান জাযান্টরাও সমান ব্যবধানের লিড নেয়। কিন্তু, শেষদিকে গোল পরিশোধ করে ম্যাচকে নাটকীয় রুপ দেয় স্বাগতিকরা।

‘ই’ গ্রুপের অপর ম্যাচে বেলারুশের বাতে বরিসভকে ২-০ হারায় বার্সেলোনা। কিন্তু তিন ম্যাচ শেষে এখনো জয়ের মুখ দেখেনি রোমা। দুই ড্র ও এক পরাজয়ে দুই পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। সমান ম্যাচে চার পয়েন্টে দ্বিতীয় স্থানে লেভারকুসেন।

বে অ্যারেনায় খেলা শুরুর চার মিনিটের মাথায় পেনাল্টি থেকে লেভারকুসেনকে লিড এনে দেন মেক্সিকান তারকা হাভিয়ের হার্নান্দেজ। এর পনের মিনিট পরেই জোড়া গোল পূরণ করেন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার। ২৯ মিনিটে ইতালিয়ান অভিজ্ঞ মিডফিল্ডার ড্যানিয়েল ডি রসি একটি গোল পরিশোধ করেন। নয় মিনিট পর রসির দ্বিতীয় গোলে সমতায় ফেরে রোমা।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে রোমার হয়ে স্কোরলাইন ৩-২ করেন মিডফিল্ডার মিরালেম পিজানিক। ৭৩ মিনিটে আইভরিকোস্টের জারভিনহোর পাসে দলের হয়ে চার নম্বর গোলটি করেন স্প্যানিশ স্ট্রাইকার ল্যাগো ফ্যালকাও।

দুই গোলে পিছিয়ে থেকে আক্রমণের গতি বাড়ায় স্বাগতিকরা। তাতে ৮৪ মিনিটেই সাফল্য আসে। লেভারকুসেনকে ম্যাচে ফেরান স্লোভেনিয়ান মিডফিল্ডার কেভিন কাম্পল। দুই মিনিট পরই ম্যাসিডোনিয়ান স্ট্রাইকার আদমির মেহমেদির গোলে ৪-৪ সমতা আসে।

এরপর দু’দলের কেউই জয়সূচক গোলের দেখা পায়নি। তাই টান টান উত্তেজনাকর ম্যাচটি ড্রতেই নিষ্পত্তি হয়।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।