ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ব্যয়বহুল দলের তালিকায় শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
ব্যয়বহুল দলের তালিকায় শীর্ষে রিয়াল ছবি : সংগৃহীত

ঢাকা: ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল দলের খেতাব পেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গত বছর খেলোয়াড়দের পেছনে ব্যয়ের হিসেবে শীর্ষস্থান দখল করে গ্যালাকটিকোরা।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাদের বার্ষিক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে।

২০১৪ আর্থিক বছরে খেলোয়াড়দের বেতন, খেলোয়াড় কেনাসহ ক্লাবের অন্যান্য ব্যয়বাবদ মোট ৬২৯ মিলিয়ন ইউরো খরচ করে দশবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে গ্যালাকটিকোদের পার্থক্য একশ মিলিয়ন ইউরোরও বেশি। সিটিজেনদের ব্যয় ধরা হয়েছে ৫২৬ মিলিয়ন ইউরো। তিন নম্বরে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি (৪৯৮ মি.ই)।

কমপক্ষে ২০০ মিলিয়ন ইউরো ব্যয় করেছে ইউরোপের এমন ১৫টি ক্লাব নিয়ে বার্ষিক প্রতিবেদন তৈরি করে উয়েফা। এর মধ্যে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, জুভেন্টাস ও আর্সেনালের মতো বিশ্বমানের ক্লাব রয়েছে।

এ তালিকায় রিয়াল-ম্যানসিটি-চেলসির পরই ম্যানচেস্টার ইউনাইটেডের ‍অবস্থান। রেড ডেভিলসরা গত বছর ৪৯৫ মিলিয়ন ইউরো ব্যয় করে। পাঁচ নম্বরে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (৪৪০ মি.ই)।

শুধুমাত্র খেলোয়াড়দের বেতন বাবদ ব্যয়ের হিসেবেও শীর্ষে রিয়াল। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৬৩ মিলিয়ন ইউরো খরচ করা ম্যানইউর চেয়ে রিয়ালের পার্থক্যটা মাত্র সাত মিলিয়ন ইউরোর। তৃতীয় স্থানে গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনা। কাতালানরা মেসি-নেইমারদের বেতন বাবদ ২৪৮ মিলিয়ন ইউরো ব্যয় করে। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে ম্যানসিটি (২৪৫ মি.ই), পিএসজি (২৩৫ মি.ই)।

সব মিলিয়ে ইউরোপের শীর্ষ লিগের ক্লাবগুলো ২০১৪ সালে রেকর্ড ৯.৯ বিলিয়ন ইউরো ব্যয় করে। কিন্তু, উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লে’র প্রভাবে এর বৃদ্ধি হ্রাস পেয়েছে। ২০১৩ সালে ছিল ৪.৩ শতাংশ। আর গত বছর তা কমে দাঁড়ায় ৩.০ শতাংশে। যা এক দশকের মধ্যে সর্বনিম্ন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।