ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নাপোলির জয়রথ ছুটছেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
নাপোলির জয়রথ ছুটছেই ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপা লিগে ডেনমার্কের মিডজিল্যান্ডকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে নাপোলি। এ নিয়ে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে ইতালিয়ান জায়ান্টরা।



এমসিএইচ অ্যারেনায় খেলা শুরুর ১৯ মিনিটের মাথায় স্প্যানিশ স্ট্রাইকার জোসে ক্যালিজনের গোলে লিড নেয় নাপোলি। ৩১ ও ৪০ মিনিটে দলের হয়ে জোড়া গোল করেন ইতালিয়ান স্ট্রাইকার মানোলা গ্যাব্বিয়াদিনি।

এর তিন মিনিট পর মিতজিল্যান্ডের হয়ে একটি গোল পরিশোধ করেন অস্ট্রিয়ার মার্টিন পুসিক। তবে নাপোলির আক্রমণাত্মক ফুটবলের সামনে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করে স্বাগতিকরা। ইনজুরি সময়ে দলের হয়ে শেষ গোলটি করেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইন।

গ্রুপ পর্বের ফিরতি ম্যাচে ঘরের মাঠে মিতজিল্যান্ডের মুখোমুখি হবে নাপোলি। আগামী ০৫ নভেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।