ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

দশে নেই মেসি, পাঁচে ধোনি, আটে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
দশে নেই মেসি, পাঁচে ধোনি, আটে রোনালদো

ঢাকা: বিশ্বের সবচেয়ে বেশি মূল্যবান ক্রীড়াবিদের (মোস্ট ভ্যালুয়েবল অ্যাথলেট) তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বস। সে তালিকায় শীর্ষ দশের মধ্যে নেই আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি।

বার্সেলোনার প্রাণভোমরা না থাকলেও শীর্ষ আটে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস এর মতে, সর্বোচ্চ মূল্যের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছেন আমেরিকার গলফার টাইগার উডস। ৩৯ বছর বয়সী এ অ্যাথলেটের মূল্য ৩০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় প্রায় ২৪০ কোটি টাকা (৮০ টাকা দরে)।

তার পরের দু’জনও আমেরিকান। টাইগার উডসের পরেই রয়েছেন ৪৫ বছর বয়সী গলফার ফিল মাইকেলসন। ২৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্য পাওয়া ফিলের পরে তৃতীয় অবস্থানে রয়েছেন আমেরিকার পেশাদারী বাস্কেটবল খেলোয়াড় ৩০ বছর বয়সী লেবর্ন জেমস (২৭ মিলিয়ন মার্কিন ডলার)।

চতুর্থ স্থানটি পেয়েছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার। সুইস তারকার মূল্য তৃতীয় স্থানে থাকা জেমসের সমান, ২৭ মিলিয়ন মার্কিন ডলার।

সেরা চারে কোনো ফুটবলার বা ক্রিকেটার না থাকলেও শীর্ষ পাঁচের স্থানটি দখল করেছেন ভারতের দলপতি মহেন্দ্র সিং ধোনি। টিম ইন্ডিয়ার অধিনায়কের মূল্য ২১ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১৬৮ কোটি)। তার পরেই রয়েছেন গতিদানব উসাইন বোল্ট (১৮ মিলিয়ন মার্কিন ডলার)। সাত নম্বরে রয়েছেন আরেক আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডোরান্ট। তারও মূল্য ধরা হয়েছে ১৮ মিলিয়ন মার্কিন ডলার।

আট নম্বরে জায়গা পেয়েছেন রোনালদো। রিয়ালের প্রাণভোমরার মূল্য ১৬ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মূল্যে দাঁড়ায় প্রায় ১২৮ কোটি টাকা।

শীষ দশে নেই আর কোনো ফুটবলার কিংবা ক্রিকেটার। নয় নম্বরে রয়েছেন ১২ মিলিয়ন মার্কিন ডলারের মূল্য পাওয়া আইরিশ গলফার রয় ম্যাকলোরি। দশ নম্বরে মোস্ট ভ্যালুয়েবল অ্যাথলেট হিসেবে রয়েছেন ফ্লয়েড ম্যায়ওয়েদার (১১.৫ মিলিয়ন মার্কিন ডলার)।

ফোর্বস এর মতে বিশ্বের মূল্যবান দল হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছে নিউইয়র্কের বেসবলের দল ‘নিউইয়র্ক ইয়ানকিস’। ফুটবলের স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ রয়েছে পাঁচ নম্বরে। ছয় নম্বরে রয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। আর সাত নম্বরে জায়গা পেয়েছে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সেলোনা। আট নম্বর জায়গাটি পেয়েছে জার্মান ফেভারিট বায়ার্ন মিউনিখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।