ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

পিরোজপুরে কাবাডি প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
পিরোজপুরে কাবাডি প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরে আইজিপি কাপ আন্তঃউপজেলা যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে মঠবাড়িয়া উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।


 
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় মঠবাড়িয়া উপজেলা দল ২২-২০ পয়েন্টে নাজিরপুর উপজেলা দলকে পরাজিত করে।

এর আগে, সকাল ১১টায় খেলার উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল।
 
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ কাবাডি প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলা দল অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খান আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী ও পুলিশ সুপার (এসপি) ওয়ালিদ হোসেন।

এ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আকরাম হোসেন ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা লায়লা ইরাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।