ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

আমেরিকার মাটিতে কোপা’র শতবার্ষিকী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
আমেরিকার মাটিতে কোপা’র শতবার্ষিকী ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার শতবার্ষিকী উপলক্ষে আগামী বছর যুক্তরাষ্ট্রে স্মারক কোপা আমেরিকা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আমেরিকার (ইউএস) ফুটবল ফেডারেশন। ২০১৬ সালের এ টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো লাতিন আমেরিকার বাইরে ঐতিহ্যবাহী আসরটি আয়োজিত হতে যাচ্ছে।



২০১৬ সালের ৩ জুন থেকে ২৬ জুন পর্যন্ত টুর্নামেন্টটি চলবে। আমেরিকার ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপের জমজমাট লড়াই।

এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে আমেরিকার ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, ‘ইউএস সকার ফেডারেশন উত্তর করফেডারেশন, সেন্ট্রাল আমেরিকা এবং ক্যারিবীয়ান এসোসিয়েশন ফুটবল (কনকাকাফ) এবং কনম্বেল এর সঙ্গে আলোচনা করে কোপা আমেরিকার শতবার্ষিকী উপলক্ষে আসরটি আয়োজন করতে যাচ্ছে। ’

ঐতিহ্যগত দিক থেকে বিশ্বকাপের চেয়েও এগিয়ে কোপা। ১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপের যাত্রা শুরু হলেও ১৯১৬ থেকে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসরের পথচলা শুরু হয়। প্রথম আসরে স্বাগতিক আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। এর পরের বছরই উরুগুইয়ানদের হারিয়ে বদলা নেয় আলবিসেলেস্তেরা। কোপা আমেরিকার সর্বশেষ আসরে (৪৪তম) আর্জেন্টিনাকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন চিলি।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০১৬ কোপা আমেরিকা শতবার্ষিকীতে ১৬টি দল অংশ নেবে। দক্ষিণ আমেরিকার ১০টি ও কনকাকাফ (উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয়ান) অঞ্চল থেকে ছয়টি দল থাকবে। আমেরিকার মোট ২৪টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

২০১৫ কোপা আমেরিকা টুর্নামেন্টের ফাইনালে উঠেও স্বাগতিক চিলির কাছে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ হয়। তবে এক বছরের ব্যবধানে সেই লক্ষ্য বাস্তবায়নের আরেকটি মোক্ষম সুযোগ পাচ্ছে আর্জেন্টাইনরা। উল্লেখ্য, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলে ২০১৯ ও ইকুয়েডরে ২০২৩ কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।