ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ফিরছেন বার্সার পুরোনো সৈনিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
ফিরছেন বার্সার পুরোনো সৈনিক ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসির অনুপস্থিতিতে ধুঁকছে স্প্যানিশ ফেভারিট বার্সেলোনা। এরই মাঝে ইনজুরিতে পড়েন কাতালানদের মাঝমাঠের পুরোনো সৈনিক আন্দ্রেস ইনিয়েস্তা।

তবে, বার্সার কোচ লুইস এনরিকের জন্য স্বস্তির সংবাদ হলো হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইনিয়েস্তা।

রোববার (২৫ অক্টোবর) স্প্যানিশ লা লিগার নবম রাউন্ডে এইবার এর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। সে ম্যাচেই মাঠে নামতে পারবেন ইনিয়েস্তা।

গত ২৯ সেপ্টেম্বর মেসিবিহীন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন বার্সার স্প্যানিশ মিডফিল্ডার ইনিয়েস্তা। মেসি, ইনিয়েস্তা, রাফিনহা, সার্জি রবার্তোকে ছাড়া পরবর্তী ম্যাচগুলোতে বেগ পেতে হয় কাতালানদের।

তবে, ৩১ বছর বয়সী দলের নিয়মিত অধিনায়ক ইনিয়েস্তা সুস্থ হওয়ায় ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছে ট্রেবল জয়ী বার্সা। দলের অন্যান্য সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে তিনি অনুশীলন করেছেন। এনরিক আশা প্রকাশ করেন, এইবারের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়েই স্প্যানিশ মিডফিল্ডার আবারো মাঠে ফিরতে প্রস্তুত।

৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সার বর্তমান অবস্থান তৃতীয়। সমান ম্যাচ আর সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং দুইয়ে রয়েছে সেল্টাভিগো। গোল ব্যবধানে কাতালানদের থেকে এগিয়ে এ দু’টি দল।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।