ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে ১৫তম স্থানে জায়গা করে নিয়েছেন। হংকং ওপেনের তৃতীয় দিনে দারুণ পারফর্ম করেন তিনি।

আগের রাউন্ড থেকে এক লাফে ১৯ ধাপ এগিয়েছেন দেশসেরা এ গলফার।

দ্বিতীয় রাউন্ডে যৌথভাবে সিদ্দিকুর ছিলেন ৩৪তম স্থানে।

হংকং গলফ ক্লাবে শনিবার (২৪ অক্টোবর) তৃতীয় রাউন্ডে চারটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করে পারের চেয়ে চার শট কম খেলেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে মোট ছয় শট কম খেলেছেন তিনি।

তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ১৫ শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন ডেনমার্কের লুকাস বিয়েরেগার্ড ও ইংল্যান্ডের জাস্টিন রোজ। ২০ লাখ ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের অনিবার্ণ লাহিড়ী।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।