ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

সেল্টাকে হারিয়ে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
সেল্টাকে হারিয়ে শীর্ষে রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগার চলমান আসরে চমক জাগানিয়া সেল্টাভিগোর ঘরের মাঠে জয় তুলে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও ধরে রেখেছে রাফায়েল বেনিতেজের শিষ্যরা।

সেল্টাভেগোকে ৩-১ গোলে হারায় রিয়াল।

দশ জনের দলে পরিণত হওয়া সেল্টার বিপক্ষে রিয়ালের হয়ে গোল করেন রোনালদো, দানিলো এবং মার্সেলো। সেল্টার হয়ে একমাত্র গোলটি করেন নোলিতো।

ম্যাচের প্রথম থেকেই স্বাগতিকদের চেপে ধরে খেলতে থাকে রিয়াল। ম্যাচের অষ্টম মিনিটেই লিড নেয় অতিথিরা। দলের প্রথম গোলটি করেন রোনালদো। লুকাস ভাজকুয়েজের অ্যাসিস্ট থেকে গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড। ফলে, ১-০তে এগিয়ে যায় বেনিতেজ শিষ্যরা।

১৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় সেল্টাভিগো। অরলেনার হাফভলি প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। ২৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করে রিয়াল। সেল্টার ডিফেন্সকে ব্যর্থ করে জেসে রদ্রিগুয়েজের সহায়তায় দলের দ্বিতীয় গোলটি করেন দানিলো। ৩১ ও ৪৩ মিনিটে গোলের সুযোগ পায় স্বাগতিকরা। তবে, নাভাসের দৃঢ়তায় বেঁচে যায় রিয়াল।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

বিরতির পর বেশ বড় ধাক্কা খায় সেল্টা। ঘরের মাঠের চাপ নিতে না পারা দলটি দশ জনে পরিণত হয়। লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যায় স্বাগতিক খেলোয়াড় গুস্তাভো দানিয়েল।

মাঠে উপস্থিত স্বাগতিক সমর্থকদের উল্লাসে মাতিয়ে ম্যাচের ৮৫ মিনিটে ব্যবধান কমান সেল্টার তারকা নোলিতো। প্লানাসের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। তবে, যোগ করা দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দলকে আরেকবার এগিয়ে নিতে গোল করেন রিয়ালের ব্রাজিল তারকা মার্সেলো।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এ জয়ের ফলে ৯ ম্যাচে সর্বোচ্চ ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রইল রিয়াল মাদ্রিদ। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রইল সেল্টাভিগো।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।