ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

শীর্ষে যেতে পারলো না ইন্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
শীর্ষে যেতে পারলো না ইন্টার ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান সিরি আ লিগে পালেরমোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মিলান। ফলে লিগ টেবিলের শীর্ষে যাওয়া হলো না নেরাজ্জুরিদের।

ইন্টারের হয়ে গোলটি করেন ইভান পিরেইসিক। আর পালেরমোর হয়ে গোল শোধ দেন আলবার্টো গিলারডিনো।

ম্যাচের ২৭ ও ৭৯ মিনিটে দু’বার ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়ে ইন্টার ফুটবলার মুইরলো। ফলে দশ জনের দলে পরিণত হয় ইন্টার মিলান।

স্তেদিও রেনজো বারবেরায় এদিন অতিথি দল হিসেবে খেলতে যায় ইন্টার। তবে ম্যাচের প্রথমার্ধ দু’দলই ধীর গতির ফুটবল প্রদর্শন করে। তাই গোলশূণ্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে লিড নেয় সফরকারীরা পিরেইসিকের অসাধারণ গোলে এগিয়ে যায়। রবার্তো ম্যানচিনির শিষ্যরা। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। ছয় মিনিট পরেই গিলারডিনো গোল করলে সমতায় ফেরে স্বাগতিকরা।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় সান সিরোর দলটিকে। নয় ম্যাচে শেষে ইন্টারের পয়েন্ট ১৮, অবস্থান দ্বিতীয়। ফিরোন্টিনা আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।