ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বার্সার সামনে অপরাজিত এইবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
বার্সার সামনে অপরাজিত এইবার ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্দান্ত একটি সপ্তাহ শেষে আবারো মাঠে নামছে বার্সেলোনা। মৌসুমের শুরুটা ভালো না হলেও জয়ের ধারাবাহিকতায় থাকা কাতালানদের সামনে এবার পুঁচকে দল এইবার।

ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১ টা ১৫ মিনিটে লা লিগার এ ম্যাচে নামছে লুইস এনরিকের শিষ্যরা।

বার্সার সাবেক কিংবদন্তি ইয়হান ক্রুইফ ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত। তাকে জয় উপহার দিতে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কাতালান অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা ৬৮ বছর বয়সী অসুস্থ ক্রুইফের প্রতি শুভকামনা জানিয়েছেন। তাই বলা যায়, ম্যাচটি বার্সার জন্য বেশ তাৎপর্যপূর্ণ হয়েই থাকবে।

অন্যদিকে ঘরের মাঠে নামার আগে দারুণ একটি সংবাদও পেয়েছে ক্লাবটি। ২০১৪-১৫ মৌসুমে দলটি রেকর্ড রাজস্ব আয় করেছে। যার ফলে আগামী জানুয়ারিতে ফুটবলার নিবন্ধনে বাড়তি শক্তি পাবে বার্সা। পাশাপাশি স্ট্রাইকার নেইমারকে ক্যাম্প ন্যু’তে প্রায় স্থায়ীভাবে রাখার পরিকল্পনা আটছে স্প্যানিশ জায়ান্টরা।

চ্যাম্পিয়নস লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে বাতে বরিসভের বিপক্ষে দুটি গোল করে বার্সার জয় এনে দেন ইভান রাকিটিচ। লা লিগার ম্যাচটিতে দলের জয়ে অবদান রাখতে চান এ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলের জয়ে সাহায্য করা, কারণ এটি বেশ কঠিন। আমরা দারুণ ভাবে কাজ করছি। আর জয়ের এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই আমরা। ’

ইনজুরির কারণে বার্সার এ ম্যাচেও থাকছেন না দলের সেরা তারকা লিওনেল মেসি। সুযোগটি কাজে লাগিয়ে ম্যাচে ভালো খেলার ব্যাপারে আশা ব্যক্ত করেন এইবার ‍অধিনায়ক দানি গার্সিয়া।

এইবার লা লিগায় সর্বশেষ পাঁচ ম্যাচের কোনটিতেই হারেনি। বড় কোনো টুর্নামেন্টে এটিই দলটির সেরা রেকর্ড। এদিকে, ট্রেবল জয়ী বার্সা নিজেদের শেষ চার ম্যাচের দুটিতেই হেরেছে। দু’দলের আগের দু’বারের দেখায় অবশ্য শতভাগ সাফল্য পেয়েছে বার্সা। একটিতে ৩-০ গোলের জয় পাওয়া কাতালানরা অন্যটিতে জেতে ২-০ গোলে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।