ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ডার্বি ম্যাচে দুই ইংলিশ জায়ান্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ডার্বি ম্যাচে দুই ইংলিশ জায়ান্ট ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৭০তম ডার্বি ম্যাচে মাঠে নামবে দু’দল।

এ ম্যাচ ঘিরে নিয়ে ভক্ত সমর্থকদের মাঝেও উচ্ছ্বাসের কমতি নেই।

রোববার (২৫ অক্টোবর) ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় রাত ৮টা পাঁচ মিনিটে ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-৪ চ্যানেল।

এ ম্যাচ দিয়ে মুখোমুখি হবেন সাবেক দুই বুন্দেসলিগা তারকা। ইংলিশ লিগের ডার্বি ম্যাচে অভিষিক্ত হবেন বাস্তিয়ান শোয়েইনস্টাইগার ও কেভিন ডি ব্রুইন। গত মৌসুম শেষে বায়ার্ন মিউনিখের সঙ্গে ১৭ বছরের অধ্যায়ের ইতি টেনে ম্যানইউতে যোগ দেন শোয়েইনি। অন্যদিকে, উলফসবার্গ থেকে রেকর্ড মূল্যে ডি ব্রুইনকে দলে ভেড়ায় ম্যানসিটি।

উভয় দলই ইনজুরি সমস্যায় জর্জড়িত। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফ্রেঞ্চ তারকা সামির নাসরি, ইংলিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফ এবং পায়ের গোড়ালির সমস্যায় ডিফেন্ডার গায়েল ক্লিচি ম্যানসিটির হয়ে খেলতে পারবেন না। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। অন্যদিকে, পা ভাঙায় লেফট ব্যাক লুক শ এর পাশাপাশি অনেকদিন ধরেই দলের বাইরে প্যাডি ম্যাকনেয়ার। পায়ের ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন অ্যাশলি ইয়াং।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ডার্বি ম্যাচে সর্বোচ্চ ১১টি গোল করেছেন ম্যানইউর ওয়েইন রুনি। গতকালই (২৪ অক্টোবর) ৩০ বছরে পা রাখেন ইংলিশ তারকা। এ বয়সে প্রিমিয়ার লিগে তার চেয়ে বেশি গোল (১৮৭) আর কোনো খেলোয়াড়ই করতে পারেননি।

প্রিমিয়ার লিগে দু’দলের মধ্যকার সর্বশেষ আটটি ডার্বি ম্যাচের মধ্যে ছয়টিতে জয়লাভ করে ম্যানসিটি। অন্যদিকে, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৪২ বারের দেখায় ছয়টিতেই জয় পায় পায় সিটিজেনরা। অর্থাৎ, লিগ প্রতিযোগিতার বাইরে জয়হীন থাকে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।

এর আগে মোট ১৬৯টি ডার্বি ম্যাচের মধ্যে ম্যানইউর ৭০টির বিপরীতে ৪৯ ম্যাচে জয় পায় ম্যানসিটি। বাকি পঞ্চাশ ম্যাচ ড্রতে নিষ্পত্তি হয়।

শেষ পাঁচবারের দেখায় মাত্র একটিতে জয় পায় ম্যানইউ। বাকি চার ম্যাচেই জয় তুলে নেয় ম্যানসিটি। সর্বশেষ গত এপ্রিলে নিজেদের মাঠে সিটিজেনদের ৪-২ গোলে হারায় রেড ডেভিলসরা। তাই ‍আগুয়েরো-ডেভিড সিলভাদের কাছে এটি প্রতিশোধের ম্যাচও বটে!

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।