ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ফরিদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ফরিদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় সেমিফাইনাল পর্যায়ের খেলা ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্টের মেয়েদের খেলায় রাজবাড়ির কালুখালী উপজেলার হুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে নরসিংদীর পলাস উপজেলার চলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে এ অঞ্চল থেকে পরবর্তী পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।



একই মাঠে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ছেলেদের খেলায় ঢাকার ডেমরা থানার দোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইব্রেকারে ৪-২ গোলে শরীয়তপুরের জাজিরা উপজেলার উত্তর বাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে এ অঞ্চল থেকে পরবর্তী পর্যায় খেলার যোগ্যতা অর্জন করে।

খেলা শেষে ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুর রশিদ।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ইএমএম/আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।