ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

মাগুরায় আইজিপি কাপ হাডুডু টুর্নামেন্টের ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
মাগুরায় আইজিপি কাপ হাডুডু টুর্নামেন্টের ফাইনাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় জেলা পর্যায়ে পুলিশের আইজিপি কাপ হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ লাইন মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার এ কে এম এহসানুল্লাহ।



দুপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টে জেলার সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলার হাডুডু দল অংশগ্রহণ করে। এ টুর্নামেন্টে শালিখা উপজেলা হাডুডু দলকে হারিয়ে মহম্মদপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়।

পরে বিকেল ৩টায় পুলিশ সুপার একেএম এহসানুল্লাহ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।