ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ডাইভ কান্ডে রোনালদো (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ডাইভ কান্ডে রোনালদো (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: বায়ার্ন মিউনিখের ডাচ তারকা আরিয়েন রোবেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ডাইভ দেওয়ার অভিযোগটি বেশ পুরোনো। এবার ক্রিস্টিয়ানো রোনালদোও একই অভিযোগে অভিযুক্ত হলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্তুগিজ তারকাকে ঘিরে রীতিমত সমালোচনার ঝড় উঠছে।

লা লিগায় শনিবারের (২৪ অক্টোবর) ম্যাচে সেল্টা ভিগোর মাঠে ৩-১ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ। এ ম্যাচেই রোনালদো ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়েছেন বলে অভিযোগ ওঠে। তার গোলেই খেলার আট মিনিটে লিড নেয় গ্যালাকটিকোরা। পরে দলের হয়ে আরো দু’টি গোল করেন ব্রাজিলিয়ান দানিলো ও মার্সেলো।

ভিডিও চিত্রে দেখা যায়, সেল্টা ডিফেন্ডারকে অতিক্রমের প্রচেষ্টায় সামনে এগোনোর সময় পড়ে যান রোনালদো। ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, ডাইভ দেওয়ার পরই রেফারির উদ্দেশ্যে তার ফ্রি-কিকের আবেদনটা স্বাগতিক দর্শকরা মোটেই ভালো চোখে দেখেননি।

টুইটারে রোনালদোর ডাইভ কান্ডের আগ মূহুর্তের একটি ছবি পোস্ট করেন এক সমর্থক। তাতেই কমেন্টের ঝড় বয়ে যায়। অবশ্য, কেউ কেউ দাবি করেন, সিআর সেভেনের ডাইভটি ইচ্ছাকৃত ছিল না। কিন্তু, সমালোচনা তো আর কম হয়নি। এমনটি যে ঘটবে রোনালদো কী সেটি ভেবেছিলেন?



বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।