ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ভ্যালেন্সিয়াকে হারিয়ে শীর্ষ তিনে অ্যাতলেতিকো

স্পোর্ট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
ভ্যালেন্সিয়াকে হারিয়ে শীর্ষ তিনে অ্যাতলেতিকো ছবি : সংগৃহীত

ঢাকা: লা লিগায় বার্সেলোনার পর জয় পেয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে ‍হারিয়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

এ জয়ের সুবাদে রিয়াল মাদ্রিদ, বার্সার পরেই পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এলো অ্যাতলেতিকো। অপর ম্যাচে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকের সুবাদে এইবারকে ৩-১ গোলে হারায় কাতালানরা।

ভিসেন্তে কালদেরনে খেলা শুরুর ৩২ মিনিটে ফিলিপে লুইসের পাসে অ্যাতলেতিকোকে লিড এনে দেন কলম্বিয়ান স্ট্রাইকার জ্যাকসন মার্টিনেজ। এর আট মিনিট পরেই ২৫ গজ দূর থেকে নেওয়া দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুন করেন বেলজিয়ান মিডফিল্ডার ইয়ানিক কারাস্কো। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে সমানে সমান থাকলেও অ্যাতলেতিকোর আক্রমণাত্মক ফুটবলের সামনে খেই হারিয়ে ফেলে ভ্যালেন্সিয়া। অন্যদিকে, ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন কোকে-গ্রিজম্যান-ফার্নান্দো তোরেসরা।

নির্ধারিত সময়ের ১৮ মিনিট আগে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন ভ্যালেন্সিয়ার স্প্যানিশ স্ট্রাইকার পাকো আলকাসের। তবে শেষ পর্যন্ত তাদের হার এড়ানো সম্ভব হয়নি। ম্যাচ শেষে তাই প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাতলেতিকো।

পরবর্তী ম্যাচে দেপোর্তিভো লা করুণার মুখোমুখি হবে অ্যাতলেতিকো। শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।