ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

খেলার মাঠে সেলফিতে ব্যস্ত নেইমার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
খেলার মাঠে সেলফিতে ব্যস্ত নেইমার! ছবি : সংগৃহীত

ঢাকা: ফুটবল মাঠে কত মজার ঘটনাই না ঘটে। বিশেষ করে ইউরোপিয়ান ফুটবলে হাজারো তারকা ফুটবলারদের ঘিরে প্রায়ই শোনা যায় মজার খবর।

এমনই একটি সংবাদ এলো বার্সেলোনা স্ট্রাইকার নেইমারকে নিয়ে। খেলা চলাকালীন সমর্থকের সঙ্গে ‘সেলফি’তে ব্যস্ত এই ব্রাজিলিয়ান।

রোববার (২৬ অক্টোবর) রাতে লা লিগার ম্যাচে এইবারের মুখোমুখি হয় বার্সা। ক্যাম্প ন্যু’র এই ম্যাচে লুইস সুয়ারেজের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় কাতালানরা। সুয়ারেজের তিন গোলের দুটিতে অ্যাসিস্ট করেন নেইমার।

ম্যাচের এক পর্যায়ে হঠাৎই মাঠে প্রবেশ করেন এক সমর্থক। তবে এই সমর্থক যে নেইমারের একান্ত ভক্ত তা বোঝা গেল পরে। এক দৌড়ে তিনি সেলেকাও অধিনায়কের কাছে গিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন।

এ সময় নেইমার কিছুটা বিব্রতবোধ করলেও ভক্তের অনুরোধে সায় দিয়ে সেলফি তুললেন। পরে তোলা সেই ছবিটি আবার দেখেও নিলেন ২৩ বছর বয়সী এ তারকা। তবে খেলার মাঠে আইন অমান্য করে প্রবেশ করা সেই সমর্থককে নিরাপত্তা কর্মীরা এসে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।