ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

চার ম্যাচের নিষেধাজ্ঞায় মাশ্চেরানো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
চার ম্যাচের নিষেধাজ্ঞায় মাশ্চেরানো! ছবি: সংগৃহীত

ঢাকা: এইবারের বিপক্ষে ৩-১ গোলে জয়ের রাতে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হাভিয়ের মাশ্চেরানো। রেফারির সঙ্গে খারাপ আচরণের দায়ে বার্সেলোনার আর্জেন্টাইন তারকাকে চার ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে।

স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

চার ম্যাচের নিষেধাজ্ঞার আওতায় পড়লে আগামী মাসে অনুষ্ঠেয় হাইভোল্টেজ ‘এল ক্লাসিকো’ ম্যাচ মিস করবেন মাশ্চেরানো। বার্নাব্যুতে ২১ নভেম্বর (শনিবার)  বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা।

ন্যু ক্যাম্পে লুইস সুয়ারেজের অসাধারণ হ্যাটট্রিকে এইবারকে হারায় কাতালানরা। ম্যাচের ৮৩ মিনিটের মাথায় রেফারি কার্লোস ডেল সেরো গ্রান্দেকে উদ্দেশ্যে করে তার কানের কাছে গিয়ে বাজে মন্তব্যের জের ধরে সরাসরি লাল কার্ড দেখেন মাশ্চেরানো।

বার্সা কোচ লুইস এনরিকের দাবি, ‘রেফারিকে উদ্দেশ্যে কোনো খারাপ মন্তব্য করেনি মাশ্চেরানো। সে আর্জেন্টিনার ভাষায় খুবই প্রচলিত কমেন্ট করেছিল। কিন্তু রেফারি কোনো কিছু না বুঝেই তাকে লাল কার্ড দেখায়। সিদ্ধান্তটি মোটেই ন্যায্য হয়নি এবং এটি প্রশ্নবিদ্ধ হয়েই থাকবে। ’

গুজব রটে, মাদ্রিদের রেফারি বলেই মাশ্চেরানোকে লাল কার্ড দেখানোর আগে তিনি বিন্দুমাত্র চিন্তা করেননি। এমনকি এইবারের পক্ষে সিদ্ধান্ত দেওয়ার জন্য তার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ থেকে ঘুষ নেওয়ারও অভিযোগ উঠছে। ম্যাচে বার্সার বেশ কয়েকটি পেনাল্টির আবেদনসহ নেইমারকে ট্যাকেল করা হলেও তা এড়িয়ে যান কার্লোস। অবশ্য, এখনো কোনো কিছুরই সত্যতার প্রমাণ মেলেনি।

এর আগে মৌসুমের শুরুতে সহকারী রেফারির (লাইন্সম্যান) সঙ্গে খারাপ আচরণের দায়ে চার ম্যাচের নিষেধাজ্ঞা পান জেরার্ড পিকে। অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগের ম্যাচে এ ঘটনা ঘটেছিল। এবার মাশ্চেরানোর কপালে কী আছে তা সময়েই বলে দেবে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।