ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বগুড়ায় মহাস্থান ট্রফি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
বগুড়ায় মহাস্থান ট্রফি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়া: বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে মহাস্থান ট্রফি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী ম্যাচে গাবতলী ও সোনাতলা উপজেলা দল অংশ নেয়।



সোমবার (২৬ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, জেলা ক্রীড়া অফিসার নুরুল ইসলাম, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নুরুল আলম টুটুল, খাজা আবু হায়াত হিরু, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, যুগ্ম সম্পাদক সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, কোষাধ্যক্ষ অ্যাডোনিস বাবু তালুকদার, নির্বাহী সদস্য জামিলুর রহমান জামিল, আবু সুফিয়ান সফিক, মাহফুজুল ইসলাম রাজ, জুলফিকার রহমান শান্ত, মাহমুদুন্নবী রাসেল, শহিদুল ইসলাম স্বপন, শহিদুল ইসলাম স্বপন, দিলরুবা আমিনা আক্তার সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনী খেলায় সোনাতলা উপজেলাকে ১-০ গোলে হারিয়ে গাবতলী উপজেলা বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন গাবতলী উপজেলা দলের খেলোয়াড় চঞ্চল। খেলা পরিচালনা করেন শফিকুল ইসলাম বাবু।

অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি জানান, ১২তম এই আসরে শ্রেষ্ঠত্ব লড়াইয়ে মুখোমুখি হবে জেলার ১২টি উপজেলা দল।   টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৬ নভেম্বর।
 
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।