ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নতুন অস্ত্র নিয়ে রোনালদো (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
নতুন অস্ত্র নিয়ে রোনালদো (ভিডিও) ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর শট ঠেকানো কতটা কঠিন তা লা লিগার গোলরক্ষকরা হাড়ে হাড়েই টের পেয়েছেন। এবার তাদের নতুন পরিকল্পনা হাতে নেওয়ার সময় এসেছে।

নাইকির নতুন বুট পরে প্রতিপক্ষের গোল সীমানায় হানা দেবেন রোনালদো।

ইন্সটাগ্রাম পেইজে নতুন বুট হাতে ছবি পোস্ট করেছেন রোনালদো। সিআর সেভেন লেখাযুক্ত নাইকির নতুন বুটে আগুনের ছাপের ডিজাইন রয়েছে। যাকে ‘আগ্নেয় বুট’ বললেও ভুল হবে না।

জন্মভূমি পর্তুগালের দ্বীপ মাদেইরার প্রতি ভালোবাসা জানাতেই রোনালদোর বুটে আগুনের ছাপ যুক্ত করা হয়। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘নিজের জন্মভূমিকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই খুশি। এটা সত্যিই এক অসাধারণ অনুভূতি। ’

শনিবার (৩১ অক্টোবর) লা লিগার ম্যাচে লাস পালমাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচেই হয়তো নতুন বুটজোড়া পরে মাঠে নামবেন রোনালদো। পর্তুগিজ তারকা অগ্নিমূর্তি ধারণ করলে পালমাসের কপালে যে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, তা আর বলার অপেক্ষা রাখে না!



বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।