ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নেইমারে নিজের ছায়া দেখছেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
নেইমারে নিজের ছায়া দেখছেন রোনালদিনহো ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসির আগে বার্সেলোনার পাদপ্রদীপের সবটুকু জুড়েই তো ছিলেন রোনালদিনহো। ব্রাজিলিয়ানদের মধ্যে নেইমার কী পারবেন স্বদেশী কিংবদন্তির উত্তরাধিকারী হতে? স্বয়ং রোনালদিনহোই কিন্তু নেইমারের মধ্যে নিজের ছায়া দেখছেন।



২০১৩ সালে সান্তোস ছেড়ে ন্যু ক্যাম্পে পাড়ি জমান নেইমার। ইতোমধ্যেই নিজেকে বার্সার অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছেন ব্রাজিলিয়ান অধিনায়ক। বলতে গেলে, মেসির পর কাতালানদের আক্রমণভাগের নেতৃত্বভার থাকছে নেইমারের কাঁধে।

স্প্যানিশ দৈনিক মার্কায় দেওয়া সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘নেইমার অবশ্যই একজন সেরা মানের খেলোয়াড়। নিশ্চিতভাবেই সে ইতিহাস গড়বে। অতীতে বার্সার হয়ে ব্রাজিলিয়ানরা যে কীর্তি গড়েছে নেইমার তার পুনরাবৃত্তি ঘটাবে। তাছাড়া তার বয়স তো মাত্র ২৩। তার ‍সামনে এখনো লম্বা ক্যারিয়ার পড়ে আছে। ’

একটা সময় বার্সার প্রাণভোমরা ছিলেন রোনালদিনহো। কাতালানদের কাছে তিনি আজীবন কিংবদন্তি হয়েই থাকবেন। ২০০৩ থেকে পাঁচ মৌসুমে দু’টি লা লিগাসহ একটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন ব্রাজিলিয়ান তারকা। শুধুই কী বার্সা? ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা মিডফিল্ডারদের একজন রোনালদিনহো।

রোনালদিনহো অনেক উদীয়মান খেলোয়াড়েরই অাদর্শ। ক্যারিয়ারের সেরা সময়ে পুরো ফুটবল বিশ্বকেই তিনি মাতিয়ে রাখতেন। তার ফুটবল ক্যারিয়ারটাই যেন সফলতায় মোড়ানো। সেলেকাওদের ২০০২ বিশ্বকাপ জয়ে অনবদ্য অবদান রেখেছিলেন তিনি।

এদিকে, অবসরের গুঞ্জন উঠলেও তা এক বাক্যে নাকচ করে দিয়েছেন ৩৫ বছর বয়সী রোনালদিনহো। আগামী বছরই ফুটবলে ফেরার ইঙ্গিত দিয়েছেন সাবেক বার্সা তারকা। গত মাসে তিনি ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে পারস্পরিক সম্মতিতে চুক্তির ইতি টানেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।