ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ইকার্দির গোলে শীর্ষে ইন্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
ইকার্দির গোলে শীর্ষে ইন্টার ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টাইন স্ট্রাইকার মাওরো ইকার্দির গোলে বোলোগনাকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এ জয়ের সুবাদে সিরি আ’র পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিশ্চিত করেছে আঠারবারের চ্যাম্পিয়নরা।



প্রথমার্ধে দু’দলের কেউই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ফেলিপে মেলোর লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় ইন্টার। তবে এর সাত মিনিট পরেই সমালোচনার জবাব দেন ইকার্দি। অ্যাডাম এলজাজিকের পাসে তিনি মৌসুমের তৃতীয় লিগ গোল করেন। বাজে পারফরম্যান্সের কারণে বেশ কিছুদিন ধরেই সমালোচনায় বিদ্ধ হন ২২ বছর বয়সী এ স্ট্রাইকার।

ম্যাচে ফিরতে নিশ্চিত কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। তাই নির্ধারিত সময় শেষে প্রত্যাশিত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে রবার্তো মানচিনির শিষ্যরা।

পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠা ইন্টারের সংগ্রহ ২১ পয়েন্ট। ১০ ম্যাচ শেষে তারা ছয়টি জয়ের বিপরীতে তিনটিতে ড্র ও এক ম্যাচে হার মানে। তবে খুব বেশি সময় হয়তো তাদের শীর্ষস্থান থাকবে না। এক ম্যাচ কম খেলা রোমা ২০ পয়েন্ট নিয়ে ‍দুই নম্বরে অবস্থান করছে। সমান ম্যাচে ১৮ পয়েন্টে তিনে নাপোলি। সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চার ও পাঁচ নম্বরে যথাক্রমে ফিওরেন্তিনা ও ল্যাজিও।

বুধবার (২৮ অক্টোবর) আলাদা ম্যাচে শীর্ষ পাঁচের চারটি দলই মাঠে নামছে। রোমা, নাপোলি, ফিওরেন্তিনা ও ল্যাজিও জয় পেলে এক থেকে সোজা চার কিংবা পাঁচে নামবে ইন্টার। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।