ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ব্রাজিলের মুখোমুখি ইনজুরি-জর্জর আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
ব্রাজিলের মুখোমুখি ইনজুরি-জর্জর আর্জেন্টিনা

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তবে স্বস্তিতে নেই দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইনজুরির কারণে এমনিতেই দলে নেই লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো। তার ওপর সর্বশেষ কার্লোস তেভেজও ইনজুরির কবলে পড়ে ছিটকে গেছেন। অন্যদিকে, নিষেধাজ্ঞা কাটিয়ে নেইমার দলে ফেরায় সেলেকাওরা যেন আরো বেশি উজ্জীবিত।

তাই বলাই বাহুল্য, ঘরের মাঠে তারকা স্ট্রাইকারদের অনুপস্থিতিতে আক্রমণভাগের দুশ্চিন্তায় ভুগবে আর্জেন্টিনা। মেসি-আগুয়েরো-তেভেজের অনুপস্থিতিতে হিগুয়েইন-ডি মারিয়ারা জ্বলে উঠতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়! অন্যদিকে, ব্রাজিল শিবিরে তেমন কোনো ইনজুরি সমস্যা নেই।

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবেন নেইমার। কোপা আমেরিকায় পাওয়া চারটি প্রতিযোগিতামূলক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান অধিনায়ক। অবশ্য, প্রীতি ম্যাচ খেলতে বাধা না থাকায় গত সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্র ও কোস্টারিকার বিপক্ষে খেলেন নেইমার।

প্রতিযোগিতামূলক ম্যাচে ২০০৯ সালের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুই লাতিন পরাশক্তি। তাই এ ম্যাচকে ঘিরে ভক্ত-সমর্থকদের মাঝেও উচ্ছ্বাসের কমতি নেই। শুক্রবার (১৩ নভেম্বর) আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা। বুয়েন্স আইরেসে বাংলাদেশ সময় সকাল ৬টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

সর্বশেষ পাঁচবারের দেখায় এগিয়ে ব্রাজিল। তিন ম্যাচে জয় পায়  সেলেকাওরা। বাকি দুই ম্যাচ জিতে নেয় আলবিসেলেস্তেরা। ২০১৪ বিশ্বকাপের পর গত ১১ অক্টোবর দু’দল সর্বশেষ মুখোমুখি হয়। তবে ২-০ গোলে হারের লজ্জায় ডোবে ব্রাজিল বিশ্বকাপের রানার্সআপরা।

উল্লেখ্য, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে প্রথম ম্যাচেই হারের লজ্জায় ডোবে মার্টিনোর শিষ্যরা। ঘরের মাঠেই ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় মেসিবিহীন আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রতে ম্যাচের নিষ্পত্তি ঘটে। দুই ম্যাচ শেষেও জয়হীন দুইবারের বিশ্বচ্যাম্পিনরা।

অন্যদিকে, চিলির বিপক্ষে ২-০ গোলে হেরে গেলেও ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। তিন পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মাত্র এক পয়েন্টে সাত নম্বরে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।