ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

অনুশীলনে ফিরেছেন বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
অনুশীলনে ফিরেছেন বেল ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরি থেকে ফিরে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন স্ট্রাইকার গ্যারেথ বেল। লা লিগায় সর্বশেষ লেভান্তের বিপক্ষে রিয়ালের ৩-০ গোলে জয়ের ম্যাচে মাঠে ছিলেন তিনি।



কাঁধের ইনজুরিতে ভোগা এ ওয়েলস অধিনায়ক অক্টোবরের মাঝামাঝি লেভান্তের বিপক্ষে খেলেছিলেন। তবে সান্থিয়াগো বার্নাব্যু’তে অনুষ্ঠিত ম্যাচটিতে আন্তর্জাতিক সূচির পর মাত্র ৪৫ মিনিট মাঠে ছিলেন বেল।

ইনজুরি থেকে ফেরার ফলে মঙ্গলবার (০৩ নভেম্বর) প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে মাঠে থাকতে পারেন বেল। যদিও অ্যাঙ্কেল ইনজুরিতে থাকা দানি কারবাহাল ম্যাচটি মিস করতে পারেন। অন্যদিকে কোচ রাফায়েল বেনিতেজ আশা করছেন দলের অন্য স্ট্রাইকার করিম বেনজেমা খুব দ্রুতই মাঠে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।