ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

মঙ্গলবার ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লিগের সমাপনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
মঙ্গলবার ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লিগের সমাপনী

ঢাকা: মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. রবিউল আলম ভূইয়া, সিনিয়র ডিপুটি ডিরেক্টর, ওয়ালটন গ্রুপ ও মো. ফারুক আজম, ফার্স্ট সিনিয়র ডিপুটি ডিরেক্টর, ওয়ালটন গ্রুপ। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপত্বিত করবেন এ কে এম শহীদুল্লাহ, সহ-সভাপতি বাংলাদেশ দাবা ফেডারেশন।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে ১৮টি ক্লাব অংশ নিচ্ছে। লিগের খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লিগ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল আগামী ২০১৬ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশ নেয়ার সুযোগ পাবে। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার ও রানার্স আপ দলকে ১০ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।