ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রিয়াল ছাড়ছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
রিয়াল ছাড়ছেন রোনালদো! ক্রিস্টিয়ানো রোনালদো / ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের হয়ে তারকা দূতি ছড়ানো ক্রিস্টিয়ানো রোনালদো নতুন কোন ক্লাবে যোগ দিতে পারেন। নিজের এমন ভবিষ্যতের ব্যাপারে খোদ রোনালদোই জানান দিলেন।

মৌসুমের শুরুতে চতুর্থ গোল্ডেন বুট পুরস্কার জয়ের সময় অবশ্য পর্তুগিজ অধিনায়ক বলেছিলেন, ৪০ বছর বয়সে সান্থিয়াগো বার্নাব্যু ছাড়বেন।

সম্প্রতি নিজের আগের কথার ঠিক বিপরীতেই ঘুরে গেলেন রোনালদো। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার মতে তার নতুন একটি ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

রোনালদো বলেন, ‘একদিন রিয়াল ছাড়ব। কেন নয়? বর্তমানে আমি এখানে খেলছি। তবে ভবিষ্যতে অন্য কোথাও হতে পারে। আসলে কাল কি হবে কেউ জানে না। সবাই নিজের ভালোটাই চিন্তা করে। ’

এদিকে অন্য একটি প্রসঙ্গে রোনালদোর কাছে জানতে চাওয়া হয় বর্তমানে বিশ্বসেরা ফুটবলার কে? এমন প্রশ্নে বর্তমান ব্যালন ডি’অর জয়ী তারকা বলেন, ‘হয়ত বা কারো কাছে মেসি সেরা, কেউ বা বলবে ইনিয়েস্তা। আমি সবাইকে সম্মান করি। তবে আমার কাছে আমিই সেরা। ’

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।