ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

কক্সবাজারে বিচ ফুটবলের চতুর্থ আসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
কক্সবাজারে বিচ ফুটবলের চতুর্থ আসর ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ফুটবলের জন্য আমরা (ওয়াফ) ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন-এর যৌথ সহযোগিতায় কক্সবাজার সমুদ্র সৈকত সিগ্যাল পয়েন্টে চ্যানেল আই চতুর্থ বারের মতো আয়োজন করছে ‘রানার-চ্যানেল আই বিচ ফুটবল টুর্নামেন্ট ২০১৫’।

দু’দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এ উপলক্ষে ০৩ নভেম্বর চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, বাফুফে’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম মুশের্দী এবং জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক।

এ সময় টুর্নান্টের লোগো উন্মোচন, জার্সি প্রদর্শন, চ্যাম্পিয়ন ক্রেস্ট এবং রানারআপ ক্রেস্ট প্রদর্শন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিরা এ আয়োজনের বিস্তারিত তুলে ধরে বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বাংলাদেশের সম্পদ, কক্সবাজার সমুদ্র সৈকতকে বিশ্বের পর্যটকদের প্রতি আকর্ষণীয় করে তোলা এবং বাংলাদেশের বিচ ফুটবলকে অধিকতর জনপ্রিয় করার লক্ষ্য নিয়েই প্রতিবছর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় ও সাবেক তারকা ফুটবলারদের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়াও এই টুর্নামেন্টের আরেকটি লক্ষ্য। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য এবার ৬টি দলের অংশগ্রহণে ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিচ ফুটবলে খেলবে ৬টি দল- মোহামেডান মাস্টার্স, আবাহনী মাস্টার্স, ব্রাদার্স মাস্টার্স, মুক্তিযোদ্ধা মাস্টার্স, ওয়াফ মাস্টার্স এবং চিটাগাং-কক্সবাজার মাস্টার্স। দু’দিনের এই ইভেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, আবদুল গাফ্ফার, নকীব, ইকবাল, জাকির, কায়সার, ডন, আমের খান, পান্নু ও আলফাজ, ওরিয়ন গ্রুপের সিইও রুহুল আমীন মোল্লা, পপুলার লাইফ ইনস্যুরেন্সের সিনিয়র নির্বাহী পরিচালক আলমগীর ফিরোজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।