ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মেসি নয়, আমিই বিশ্বসেরা: রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
মেসি নয়, আমিই বিশ্বসেরা: রোনালদো ছবি : সংগৃহীত

ঢাকা: গত সাত বছর ধরেই ফিফা বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর মেসি-রোনালদোর দখলে। বলতে গেলে, দু’জনই যেন ফুটবল বিশ্ব শাসন করছেন! তবে ভক্ত-সমর্থকদের মাঝে ঘোর বিতর্ক, কে সেরা? লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? এবার পর্তুগিজ তারকা নিজেই মুখ খুললেন।

আর বললেন, মেসি নয়, তিনিই বিশ্বের সেরা খেলোয়াড়।

মেসিকে টপকে গত দু’বার ব্যালন ডি’অর জেতেন রোনালদো। কিন্তু, এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। বার্সার হয়ে ২০১৫ সালটা মেসির জন্য ছিল সফলতায় মোড়ানো। কাতালানদের হয়ে ট্রেবল জয়ের পাশাপাশি আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তোলেন চারবারের ব্যালন ডি’অর জয়ী।

তবে মেসির অর্জন নিয়ে মোটেই মাথা ঘামাচ্ছেন না রোনালদো। স্প্যানিশ দৈনিক এল পেইসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি এ বছর ট্রেবল জিতলেও তা নিয়ে আমি চিন্তিত নই। এ বিষয়ে আমার কোনো মাথাব্যথাও নেই। বিগত আট বছরের ক্যারিয়ারে আমি সবসময় শীর্ষেই ছিলাম, যা ছিল খুবই কঠিন। আমার মতো কেউ এমন ধারাবাহিক ছিল কি? নাম্বার ওয়ান বা দ্বিতীয় স্থানে থাকাটা অতটা গুরুত্ব বহন করে না। কে ট্রফি জিতল আর কে জিতল না তাতে কিছু আসে যায় না। ’

পর্তুগিজ তারকা উল্লেখ করেন, ‘কেউ মনে করে মেসি সেরা। কিন্তু আমার মতে, আমিই সেরা। সবাই নিজেরটাই চিন্তা করে। এ কারণেই ক্যারিয়ারে অনেক কিছুই অর্জন করতে সক্ষম হয়েছি। এটা ‍আমার জন্য খুবই কঠিন মুহূর্ত ছিল, যখন মেসি কয়েকবার ব্যালন ডি’অর পুরস্কার গ্রহণ করেছিল। আমি তখন চিন্তা করেছিলাম, কেন আমি এ অনুষ্ঠানে এলাম?’

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।