ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মরিনহোকে পেতে মোনাকোর প্রস্তাব নাকচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
মরিনহোকে পেতে মোনাকোর প্রস্তাব নাকচ ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে চেলসির বাজে পারফরম্যান্সে ভীষণ চাপে হোসে মরিনহো। গুজব রটে, এমন অবস্থা চলতে থাকলে চাকরি হারাতে পারেন পর্তুগিজ কোচ।

তবে তার ওপর এখনো আস্থা রাখছেন চেলসির মালিক রোমান আব্রামোভিচ। তাইতো মরিনহোকে পেতে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোর ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এক বাক্যে নাকচ করে দিয়েছেন।

মোনাকোর কম সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার এমনটিই নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে ইতালিয়ান ব্যবসায়ী আলেসান্দ্রো প্রোতো বলেন, ‘মরিনহোকে কোচ হিসেবে পেতে চেলসির মালিকের সঙ্গে দেখা করেছি। আমরা তার জন্য ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন আব্রামোভিচ। তবে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলে তিনি হয়তো আগ্রহী হতেন। ’

সূত্রমতে, মরিনহো বিশ্বের অন্যতম সেরা কোচ হওয়াতেই মোনাকোর প্রস্তাবে সাড়া দেননি আব্রামোভিচ।

চেলসির সঙ্গে মরিনহোর চুক্তির মেয়াদ এখনো দু’বছর বাকি। ২০১৩ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমে শিরোপার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তৃতীয় স্থান নিশ্চিত করে ব্লুজরা। আর গত মৌসুমে তো বেশ দাপটের সঙ্গেই শিরোপা পুনরুদ্ধার করে চেলসি।

কিন্তু, এবারের প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন। ১১ ম্যাচ শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সংগ্রহ মাত্র ১১ পয়েন্ট। অবস্থান ১৫তম। ভক্ত-সমর্থকদের কাছে যা এক প্রকার অবিশ্বাস্যই বটে। সবশেষ ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে হারের পর থেকেই মরিনহোর ওপর চাপের মাত্রাটাও বেড়ে যায়। এমতাবস্থায়, স্ট্যামফোর্ড ব্রিজে তার ভবিষ্যৎ নিয়েই অনেকে প্রশ্ন তুলছেন।

স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ খ্যাত মরিনহো চেলসিকে স্বরুপে ফেরাতে পারেন কিনা সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।