ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

নেইমার-সুয়ারেজ নৈপুণ্যে জয়ের ধারায় বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
নেইমার-সুয়ারেজ নৈপুণ্যে জয়ের ধারায় বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসির অনুপস্থিতিটা যেন টেরই পাচ্ছে না বার্সেলোনা। আক্রমণভাগে নেইমার-সুয়ারেজ জুটির নৈপুণ্যে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল কাতালানরা।

  চ্যাম্পিয়ন লিগের গ্রুপ ‘ই’র ম্যাচে বেলারুশের বাতে বরিসভের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বার্সার জয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। লুইস সুয়ারেজের পা থেকে আসে এক গোল। তবে কাতালানদের জন্য দুঃসংবাদ বয়ে আনে মিডফিল্ডার ইভান রাকিটিচের ইনজুরি। ২০ মিনিটের মাথায় তার বদলি হিসেবে মাঠে নামেন মুনির এল হাদ্দাদি।

ন্যু ক্যাম্পে খেলার শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বার্সা। তবে কাঙ্ক্ষিত গোলের জন্য স্বাগতিকদের ত্রিশ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। ডি-বক্স সীমানায় মুনিরকে ট্যাকল করে বসেন বাতের ডিফেন্ডার ফিলিপ ম্লাদেনোভিক। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে গোল আদায় করে নেন নেইমার।

ঠিক এর ত্রিশ মিনিট পরই গোলের খাতায় নাম লেখান সুয়ারেজ। নেইমারে পাসে বল জালে জড়ান উরুগুইয়ান তারকা। নির্ধারিত সময়ের সাত মিনিট আগে সুয়ারেজের অ্যাসিস্টে জোড়া গোল পূরণ করেন নেইমার। সার্জি রবার্তো-বুসকেটসরা কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধানটা আরো বাড়ত। সে যাই হোক, ম্যাচ শেষে প্রত্যাশিত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

পয়েন্ট টেবিলে চার ম্যাচ শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরো সুসংহত করল বার্সা। সমান ম্যাচে পাঁচ পয়েন্টে দ্বিতীয় স্থানে রোমা। চার পয়েন্টে তিনে বায়ার লেভারকুসেন ও তিন পয়েন্টে তলানিতে বাতে বরিসভ।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।