ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

উইলিয়ানের গোলে জয় পেল চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
উইলিয়ানের গোলে জয় পেল চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: ইউক্রেনের ডায়নামো কিয়েভের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে চেলসি। শেষদিকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।

এরই সুবাদে চ্যাম্পিয়নস লিগে ‘জি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এলো ইংলিশ জায়ান্টরা।

স্ট্যামফোর্ড ব্রিজে খেলা শুরুর ৩৪ মিনিটে ডায়নামোর ডিফেন্ডার আলেক্সান্ডার ড্রাগোভিকের আত্মঘাতী গোলের সুবাদে লিড নেয় চেলসি। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্লুজরা। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও অনেকটা সময় ধরে গোলবঞ্চিত থাকে দু’দল। ৭৭ মিনিটের মাথায় ভুলের প্রায়শ্চিত্ত করেন ড্রাগোভিক। তার গোলেই সমতায় ফেরে ডায়নামো।

এর ছয় মিনিট পরই দর্শকদের উল্লাসে মাতান উইলিয়ান। ত্রিশ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকে বল জালে জড়ান ২৭ বছর বয়সী এ মিডফিল্ডার। ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষদিকে ম্যাচে ফিরতে মরিয়া ডায়নামো চেলসির ডিফেন্স দেয়াল ভাঙতে পারেনি। তাই ম্যাচ শেষে স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা।

পুরো ম্যাচে বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে প্রায় সমানে সমান ছিল ডায়নামো। অন্যদিকে, ইংলিশ লিগে বাজে সময় কাটানো চেলসির কাছে জয়টি যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা তাদের উচ্ছ্বাসেই ফুটে ওঠে। বিশেষ করে, সমালোচনায় বিদ্ধ মরিনহোর মনে এটি একটু হলেও প্রশান্তি এনে দিয়েছে!

পয়েন্ট টেবিলে চার ম্যাচ শেষে দুই জয়, এক ড্র ও এক পরাজয়ে চেলসির সংগ্রহ সাত পয়েন্ট। সমান ম্যাচে পাঁচ পয়েন্টে তৃতীয় স্থানে ডায়নামো। শীর্ষে থাকা পোর্তোর সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে, এখনো জয়ের দেখাই পায়নি ইসরাইলি ক্লাব মাক্কাবি তেল আভিভ।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।